নয়াদিল্লি: কেন্দ্র চাইলেই অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করতে পারবে না। একমাত্র আদালত বা সহমতের ভিত্তিতেই তা সম্ভব। এমনটাই জানিয়ে দিলেন মোদী সরকারের মন্ত্রী।


বুধবার, একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী শিবপ্রতাপ সিংহ জানান, রাম মন্দিরকে হাতিয়ার করে বিজেপি নির্বাচন লড়েনি। এমনকী, চাইলেও সরকার এই মন্দির নির্মাণ করতে পারবে না। তিনি যোগ করেন, একমাত্র আদালতের সিদ্ধান্ত বা সহমতের ভিত্তিতেই রাম মন্দির নির্মাণ সম্ভব।


উত্তরপ্রদেশের বাস্তি জেলায় একটি জনসভায় বক্তব্য রাখছিলেন শিবপ্রতাপ। সেখানে তিনি বৃদ্ধির হার নিয়েও মন্তব্য করেন। তাঁর মতে, বৃদ্ধির হার সর্বদা হয় বাড়তে বা কমতে থাকে। জিএসটি প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী জানান, সবেমাত্র তিন মাস দেশে জিএসটি কার্যকর হয়েছে। বদল আসতে কিছু সময় লাগবে।


কয়েকদিন আগেই অযোধ্যায় সরযূ নদীর তীরে ১০০ মিটার উঁচু রামের মূর্তি বসানোর প্রস্তাব দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এরপরই, রাজ্যপাল রাম নায়েককে এই মর্মে একটি খসড়া প্রস্তাবও পেশ করে রাজ্যের পর্যটন বিভাগ। জাতীয় পরিবেশ আদালতের ছাড়পত্র মিলতেই শুরু হবে এর নির্মাণ-প্রক্রিয়া।