নয়াদিল্লি: নৌসেনার জন্য অত্যাধুনিক ভূমি থেকে আকাশ (সংক্ষেপে স্যাম) ‘বারাক’ ক্ষেপণাস্ত্র কেনার প্রস্তাবে অনুমতি দিল কেন্দ্র।
ভারত মহাসাগরীয় অঞ্চলে নৌসেনার ক্ষমতা এই নতুন মিসাইল অনেকটাই বৃদ্ধি করবে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, এদিন বৈঠকে বসেছিল প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলির নেতৃত্বাধীন ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (ডিএসি)।
সেখানেই স্থির হয়, ৫০০ কোটি টাকা ব্যয়ে ইজরায়েলের রাফাল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম লিমিটেড থেকে নতুন বারাক ক্ষেপণাস্ত্র কেনা হবে। এদিন বারাক সহ মোট ৮৬০ কোটি টাকার সমরাস্ত্র কেনার প্রস্তাবে সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্র।
প্রতিরক্ষামন্ত্রকের এক সূত্র জানিয়েছেন, চলতি বছরেই ইজরায়েল সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে, এই নতুন চুক্তি দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে। তিনি জানান, এর ফলে দেশের প্রতিটি যুদ্ধজাহাজে বারাক ক্ষেপণাস্ত্র বসানো সম্ভব হবে।