অর্থবর্ষের সময় বদল করতে হলে আয়কর আইন সহ বিভিন্ন বিষয়ে বদল করতে হবে। সম্প্রতি প্রাক্তন অর্থনৈতিক উপদেষ্টা শঙ্কর আচার্যর নেতৃত্বাধীন এক কমিটি এ বিষয়ে আলোচনা করেছে। সেই কমিটি কেন্দ্রীয় সরকারকে রিপোর্টও দিয়েছে বলে জানিয়েছেন জেটলি।
অর্থবর্ষ জানুয়ারি থেকে ডিসেম্বর করার কথা কথা ভাবছে কেন্দ্র, জানালেন জেটলি
Web Desk, ABP Ananda
Updated at:
21 Jul 2017 06:39 PM (IST)
নয়াদিল্লি: এপ্রিল থেকে মার্চের বদলে অর্থবর্ষের সময় বদলে জানুয়ারি থেকে ডিসেম্বর করার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। আজ লোকসভায় এমনই জানালেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। অর্থবর্ষ বদলের ভাবনা সংক্রান্ত এক প্রশ্নের লিখিত জবাবে এমনই বলেছেন অর্থমন্ত্রী। তবে ২০১৮ সালের ফেব্রুয়ারির বদলে নভেম্বর বা ডিসেম্বরে বাজেট পেশ করা হবে কি না, সে প্রশ্নের জবাবে কোনও মন্তব্য করেননি জেটলি।
অর্থবর্ষের সময় বদল করতে হলে আয়কর আইন সহ বিভিন্ন বিষয়ে বদল করতে হবে। সম্প্রতি প্রাক্তন অর্থনৈতিক উপদেষ্টা শঙ্কর আচার্যর নেতৃত্বাধীন এক কমিটি এ বিষয়ে আলোচনা করেছে। সেই কমিটি কেন্দ্রীয় সরকারকে রিপোর্টও দিয়েছে বলে জানিয়েছেন জেটলি।
অর্থবর্ষের সময় বদল করতে হলে আয়কর আইন সহ বিভিন্ন বিষয়ে বদল করতে হবে। সম্প্রতি প্রাক্তন অর্থনৈতিক উপদেষ্টা শঙ্কর আচার্যর নেতৃত্বাধীন এক কমিটি এ বিষয়ে আলোচনা করেছে। সেই কমিটি কেন্দ্রীয় সরকারকে রিপোর্টও দিয়েছে বলে জানিয়েছেন জেটলি।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -