নয়াদিল্লি: এপ্রিল থেকে মার্চের বদলে অর্থবর্ষের সময় বদলে জানুয়ারি থেকে ডিসেম্বর করার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। আজ লোকসভায় এমনই জানালেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। অর্থবর্ষ বদলের ভাবনা সংক্রান্ত এক প্রশ্নের লিখিত জবাবে এমনই বলেছেন অর্থমন্ত্রী। তবে ২০১৮ সালের ফেব্রুয়ারির বদলে নভেম্বর বা ডিসেম্বরে বাজেট পেশ করা হবে কি না, সে প্রশ্নের জবাবে কোনও মন্তব্য করেননি জেটলি।


অর্থবর্ষের সময় বদল করতে হলে আয়কর আইন সহ বিভিন্ন বিষয়ে বদল করতে হবে। সম্প্রতি প্রাক্তন অর্থনৈতিক উপদেষ্টা শঙ্কর আচার্যর নেতৃত্বাধীন এক কমিটি এ বিষয়ে আলোচনা করেছে। সেই কমিটি কেন্দ্রীয় সরকারকে রিপোর্টও দিয়েছে বলে জানিয়েছেন জেটলি।