পরনে জিনস, মুখে পান, ৫০০ টাকা জরিমানা সরকারি কর্মীর
ABP Ananda, web desk | 22 Apr 2017 11:43 AM (IST)
বেরিলি: নিষেধাজ্ঞা সত্ত্বেও অফিসে জিনস পরে এসেছিলেন এক কর্মী। শুধু তাই নয়, পানও চিবোচ্ছিলেন তিনি। কিন্তু জেলা শাসকের আচমকা সফরে ধরা পড়ে জরিমানা গুণতে হল কালেক্টরেটের ওই কর্মীকে। এর আগে উত্তরপ্রদেশের বেরিলি জেলার জেলা শাসক সুরেন্দ্র সিংহ সরকারি কর্মীদের পোশাক ও আচারআচরণ নিয়ে একটি নির্দেশিকা জারি করেছিলেন। ওই নির্দেশিকায় কর্মীদের অফিসে থাকাকালে পান বা গুটখা না খাওয়ার ও জিনস না-পরার কথা বলা হয়েছিল। জেলা শাসক কর্মীদের কাজে ফাঁকি দেওয়া রুখতে বিভিন্ন ব্যবস্থাও নিয়েছেন। কর্মীরা যাতে সময়ের আগে অফিস ছেড়ে কোনও কর্মী বেরিয়ে যেতে না পারেন তা নিশ্চিত করতে পার্কিং প্লেসও কাজের সময় তালাবন্ধ রাখার কাজও শুরু করেছেন তিনি। গত বুধবার কাউকে কিছু না জানিয়ে অফিসে টহল দিতে শুরু করেন জেলা শাসক। ওই সময়ই তাঁর চোখে পড়ে বিশেষ জমি অধিগ্রহণ দফতরের করণিক আনওয়ার হুসেন কুরেশি দিব্যি পান চিবোচ্ছেন। শুধু তাই নয়, তাঁর পরনে রয়েছে জিনস। এভাবে নিষেধাজ্ঞা অমান্য করায় ওই কর্মীর ৫০০ টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে তাঁকে সতর্কও করে দেওয়া হয়েছে। জেলা শাসক জানিয়েছে, রাজ্য সরকার নির্দেশিকা জারি করার পর সমস্ত কর্মীদের জন্য ১৫ দিন আগে বিজ্ঞপ্তি জারি হয়েছে। কর্মীদের কোনওরকম শৃঙ্খলাভঙ্গই যে বরদাস্ত করা হবে না, তার বার্তা দিতেই ওই কর্মীর জরিমানা হয়েছে।