টিকটক সহ অন্য নিষিদ্ধ চিনা অ্যাপগুলির কাছে ৭০ প্রশ্ন কেন্দ্রের, ২২ জুলাইয়ের মধ্যে জবাব দিতে না পারলে স্থায়ী হয়ে যাবে নিষেধাজ্ঞা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Jul 2020 10:11 AM (IST)
নিষেধাজ্ঞার আওতাভূক্ত ৫৯ চিনা অ্যাপকে নোটিশ কেন্দ্রীয় ইলেকট্রনিক অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি-র। নোটিশে নিষিদ্ধ অ্যাপগুলির কাছে ৭০ টির মতো প্রশ্নের তালিকা পাঠানো হয়েছে। জানা গেছে কর্তৃপক্ষ এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য অ্যাপগুলিকে তিন সপ্তাহের সময় দিয়েছে।
নয়াদিল্লি: নিষেধাজ্ঞার আওতাভূক্ত ৫৯ চিনা অ্যাপকে নোটিশ কেন্দ্রীয় ইলেকট্রনিক অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি-র। নোটিশে নিষিদ্ধ অ্যাপগুলির কাছে ৭০ টির মতো প্রশ্নের তালিকা পাঠানো হয়েছে। জানা গেছে কর্তৃপক্ষ এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য অ্যাপগুলিকে তিন সপ্তাহের সময় দিয়েছে। নির্দেশে মন্ত্রক বলেছে, ২২ জুলাইয়ের মধ্যে প্রশ্নগুলি সম্পর্কে জবাব দিতে না পারলে ওই অ্যাপগুলির ওপর ভারতে জারি নিষেধাজ্ঞা স্থায়ী হয়ে যাবে।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওই প্রশ্নাবলীর উত্তর খতিয়ে দেখবে উচ্চপর্যায়ের প্যানেল। ওই প্যানেলে থাকবেন ইন্টেলিজেন্স ব্যুরো, সাইবার সিকিউরিটি উইং, টেলিকমিউনিকেশন বিভাগ, ইন্টারন্যাল সিকিউরিটি ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সদস্যরা।
এই প্রশ্নাবলীর তালিকা টিকটক ও হেলোর মতো অ্যাপগুলির সমস্যা বাড়াবে বলেই মনে করা হচ্ছে। এই অ্যাপগুলির ভারতে গ্রাহক সংখ্যা বেশ বেশি।
উল্লেখ্য, সরকার টিকটক, ইউসি ব্রাউজারের মতো ৫৯ টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে। এই অ্যাপগুলি ভারতের সার্বভৌমত্ব,সংহতি, প্রতিরক্ষা, দেশের নিরাপত্তা ও শৃঙ্খলার ক্ষেত্রে বিপজ্জনক বলে জানিয়ে সেগুলিকে নিষিদ্ধ করেছে সরকার।
নিষিদ্ধ অ্যাপগুলির তালিকায় রয়েছে টিকটক, শেয়ারইট, ইউসি ব্রাউজার, বাইডু ম্যাপ, এমআই কমিউনিটি, ক্লাব ফ্যাক্টরি, ওইচ্যাট, ইউসি নিউজ, ওয়েইবো, জেন্ডার, মেইটু, ক্যামস্ক্যানার ও ক্লিন মাস্টার-চিতা মোবাইল।
যে ৫৯ অ্যাপ নিষিদ্ধ হয়েছে সেগুলির মধ্যে টিকটকের মালিকানা রয়েছে বাইটড্যান্সের। টিকটকের দাবি, তারা তথ্য সংক্রান্ত গোপনীয়তা ও সুরক্ষা সংক্রান্ত ভারতীয় আইন অনুযায়ী সমস্ত প্রয়োজনীয়তা মেনে চলে এবং ভারতে তাদের কোনও গ্রাহকের কোনও তথ্যই তারা চিন সহ কোনও বিদেশী সরকারকে দেয়নি।
সোশ্যাল মিডিয়া অ্যাপগুলির মধ্যে ভারতে টিকটকের ২০০ মিলিয়ন ইউজার রয়েছে। অ্যানালেটিকস ফার্ম সেনসর টাওয়ার ডেটার তথ্য অনুযায়ী, গত এপ্রিলে ডাউনলোড দুই বিলিয়ন ছাপিয়ে গিয়েছিল। এর ৩০ শতাংশই হয় ভারতে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -