নয়াদিল্লি: শিল্পপতিদের নেওয়া ঋণের এক টাকাও ছাড়া হবে না বলে আশ্বাস দিলেন অরুণ জেটলি। এই প্রসঙ্গে, বিরোধীদের একহাত নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সাফাই, কিছু বলার আগে ওদের উচিত তথ্য যাচাই করা।
এদিন কংগ্রেস সাংসদ দীপেন্দর হুডা অভিযোগ করেন, মোদী সরকার কর্পোরেট ঋণ মকুব করেছে, কিন্তু কৃষক ঋণে ছাড় দেয়নি। উত্তরে জেটলি বলেন, ঋণ মকুব করা সম্পূর্ণ ব্যাঙ্কের বাণিজ্যিক সিদ্ধান্ত। তিনি যোগ করেন, ২০১৪ সাল থেকে কোনও কৃষিঋণ মকুব প্রকল্পের ঘোষণা করেনি কেন্দ্র।
এদিন লোকসভায় প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় অর্থমমন্ত্রী ঘোষণা করেন, শিল্পপতিদের নেওয়া ঋণের এক টাকাও ছাড়া হবে না। এই প্রসঙ্গে তিনি বিরোধীদের একহাত নেন। বলেন, যারা এসব মন্তব্য করছে, তাদের উচিত তথ্য যাচাই করে তারপর মুখ খোলা।
জেটলি জানান, গত অর্থবর্ষে কৃষিক্ষেত্রে নন-পারফরমিং অ্যাসেট (এনপিএ)-র পরিমাণ ছিল ৬২,৩০৭ কোটি টাকা। আগের অর্থবর্ষে এর পরিমাণ ছিল ৫১,৯৬৪ কোটি টাকা।