নয়াদিল্লি: নোট বাতিলের প্রতিবাদে বিরোধীদের ডাকা ‘কালো দিবস’-কে কটাক্ষ করল বিজেপি। শাসক দলের পাল্টা দাবি, বিরোধীরা আসলে ‘কালো টাকা সমর্থন দিবস’ পালন করছে।
নোট বাতিলের ঘোষণার মাস পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সংসদে কালো দিবস পালনের ডাক দেয় বিরোধীরা। কালো কাপড় বেঁধে গাঁধী মূর্তির সামনে ধর্নায় বসেন কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধী দলগুলির সাংসদরা।
বৃহস্পতিবার, তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু পাল্টা কটাক্ষ করে বলেন, আমাকে বলা হয়েছে, বিরোধীরা, বিশেষ করে কংগ্রেস কালো দিবস পালন করছে। কিন্তু আমি বলছি ওরা ‘কালো টাকা সমর্থন দিবস’ পালন করছে।
বিরোধীদের ধর্নাকে ‘নাটক’ বলে কটাক্ষ করে বেঙ্কাইয়া জানান, এটা করে ওরা জাতির জনককেই আখেরে অপমান করছে। তিনি বলেন, গাঁধী মূর্তির সঙ্গে ছবি তুললে আপনি গাঁধীবাদী হয়ে যাবেন না। মানুষ তা বিশ্বাস করবে না।
নোট বাতিল বিতর্ক নিয়ে সংসদ অচল হওয়ার প্রসঙ্গেও এদিন বিরোধীদের তীব্র আক্রমণ করেন বেঙ্কাইয়া। বলেন, একদিকে সংসদের বাইরে বসে ধর্না করছে। আর সংসদের মধ্যে স্লোগান তুলে, ওয়েলে নেমে বিক্ষোভ দেখিয়ে সভা ভণ্ডুল করছে।
বেঙ্কাইয়ার মতে, বিতর্কে অংশ না নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে সংসদ অচল রাখলে, তাতে গণতন্ত্র কোনওভাবেই উপকৃত হবে না। তিনি যোগ করেন, এর মাধ্যমে নিজেদের দৈন্যদশা, ও দুর্বলতা প্রকট করে তুলছে বিরোধীরা। জনতার রায়কে খারিজ করার চেষ্টা চালাচ্ছে।