নয়াদিল্লি:  কংগ্রেস ক্ষমতায় এলে গুজরাতের সরকার কোনও রিমোট কন্ট্রোলে নয়,  চলবে গুজরাতিদের দ্বারাই । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহকে পরোক্ষে নিশানা করে এ কথা বলেছেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী। আগামী বছর গুজরাতে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে প্রচারে এসে রাহুল অবশ্য যথেষ্ট সতর্ক ভাষায় এই মন্তব্য করেছেন। কারণ, মোদী ও অমিত শাহ গুজরাতি। তাই কোনওরকম বিতর্ক না রেখে তাঁর আক্রমণের নিশানা যে মোদী ও অমিত শাহ- তা স্পষ্ট করে দিয়েছেন রাহুল। তিনি বলেছেন, গুজরাতে কংগ্রেস ক্ষমতায় এলে সরকার নয়াদিল্লি থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে চলবে না।

গতকাল গুজরাতে কংগ্রেসের প্রচার অভিযানের সূচনা করেছেন রাহুল। নোট বাতিল থেকে শুরু করে জিএসটি,কৃষি নীতি ও উন্নয়নের গুজরাত মডেল নিয়ে মোদীর সমালোচনা করেছেন রাহুল।

গতকাল জামনগরে একটি রোড শো করেন রাহুল। সাংবাদিকদের রাহুল বলেন, বিজেপি ভোট দেওয়ার জন্য মানুষ এখন পস্তাচ্ছেন।

রাহুলের দাবি, গুজরাতে কংগ্রেসের পক্ষে জোরাল হাওয়া রয়েছে। মানুষ পরিবর্তন চাইছেন। এবার নিশ্চিতভাবেই কংগ্রেস ক্ষমতায় আসবে। বিজেপি মানুষের সঙ্গে প্রতারনা করেছে। তাই তাঁরা বিজেপির ওপর সন্তুষ্ট নন।

কংগ্রেস সহ সভাপতি একটি বিশেষ বাসে চড়ে প্রচার করেন। বিভিন্ন স্থানে গ্রামবাসীদের সঙ্গে কথাও বলেন। বেসরকারিকরণ নীতি নিয়ে গুজরাত সরকারের সমালোচনা করেছেন তিনি। রাহুল বলেছেন, বিজেপি সরকারের জমানায় শিক্ষা হোক বা স্বাস্থ্য, সব ক্ষেত্রেই বেসরকারিকরণ হচ্ছে। এই নীতির কারণে দরিদ্ররা শিক্ষা ও স্বাস্থ্যর সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। ক্ষমতায় এলে নিখরচায় ওষুধ ও চিকিত্সার প্রতিশ্রুতিও দিয়েছেন রাহুল।

তিনি কৃষিঋণ মকুবেরও দাবি জানিয়েছেন, কেন্দ্র ১৫ টি বড় শিল্পপ্রতিষ্ঠানগুলিকে বিপুল পরিমাণ ঋণ দিয়েছে। তারমধ্যে বহু টাকাই আর ব্যাঙ্কে ফেরেনি। রাহুলের অভিযোগ, সরকার ব্যবসায়ীদের সব ধরনের সুবিধা দিচ্ছে। অথচ, কৃষকরা ঋণ শোধ করতে না পারলে জেলে যেতে হবে।