অপুষ্টি দূর করতে কতটা উপযোগী সরকারি প্রকল্পগুলো, খতিয়ে দেখবে কেন্দ্র
Web Desk, ABP Ananda | 30 Jun 2019 03:41 PM (IST)
বিভিন্ন রাজ্যের অঙ্গনওয়াড়ি পরিষেবার ভূমিকাও খতিয়ে দেখা হবে
নয়াদিল্লি: শিশু ও মহিলাদের অপুষ্টিজনিত সমস্যা দূরীকরণে নড়েচড়ে বসল কেন্দ্রীয় সরকার। শিশু ও মহিলাদের অপুষ্টিজনিত সমস্যা নির্মূল করার জন্য একাধিক প্রকল্প গ্রহণ করেছিল কেন্দ্রীয় সরকার। সেই সমস্ত প্রকল্পগুলোর উপযোগিতা খতিয়ে দেখতে এবার বিশেষ পদক্ষেপ করার সিদ্ধান্ত নিল প্রশাসন। পোষণ অভিযান, প্রধানমন্ত্রী মাত্রু বন্দনা যোজনা-সহ একাধিক প্রকল্প গ্রহণ করেছিল কেন্দ্রীয় সরকার। লক্ষ্য ছিল অপুষ্টিজনিত সমস্যাকে নির্মূল করা। কেন্দ্রীয় মন্ত্রকের এক সূত্র সংবাদসংস্থাকে জানিয়েছে, সেই সমস্ত প্রকল্প কতটা কার্যকরী হয়েছে এবং শিশু-মহিলাদের সমস্যা আদৌ কমেছে কি না, নিয়মিত তা খতিয়ে দেখা হবে এবার থেকে। নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এক কর্তা সংবাদসংস্থাকে বলেছেন, ‘ন্যাশানল নিউট্রিশন রিসোর্স সেন্টার (এনএনআরসি)-এর অন্তর্গত সেন্ট্রাল প্রোজেক্ট মনিটরিং ইউনিট (সিপিএমইউ) গঠন করা হয়েছে। এর কাজই হল পোষণ অভিযানের উপকারিতা নির্দিষ্ট সময় অন্তর খতিয়ে দেখা।’ পাশাপাশি বিভিন্ন রাজ্যের অঙ্গনওয়াড়ি পরিষেবার ভূমিকাও খতিয়ে দেখা হবে। জাতীয় ক্ষেত্র ছাড়াও রাজ্য, জেলা, ব্লক ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র ভিত্তিক সমীক্ষা চালানো হবে। বৈঠক ও ভিডিও কনফারেন্সের আয়োজনও করা হবে নিয়মিতভাবে। ২০১৮ সালের গ্লোবাল নিউট্রিশন রিপোর্ট অনুযায়ী ভারতের অপুষ্টিজনিত সমস্যার হার আশঙ্কাজনক। ভারতের ৪ কোটি ৬৬ লক্ষ শিশু অপুষ্টির শিকার।