নয়াদিল্লি: আন্তর্জাতিক নারী দিবসের আগে সুলভমূল্যে বায়োডিগ্রেডেবেল স্যানিটারি ন্যাপকিন নিয়ে এল সরকার। প্রতিটি প্যাডের দাম মাত্র আড়াই টাকা। প্রধানমন্ত্রী ভারতীয় জনওযুধি পরিযোজনা কেন্দ্রগুলিতে এই স্যানিটারি ন্যাপকিন পাওয়া যাবে।
চারটি প্যাডের প্যাকেটের দাম হবে ১০ টাকা। সারা দেশের ৩,২০০ টি প্রধানমন্ত্রী ভারতীয় জনওযুধি পরিযোজনা কেন্দ্রে আগামী ২৮ মে-র আগে আগে তা পাওয়া যাবে। কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রী অনন্ত কুমার এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, নারী দিবসের প্রাক্কালে মন্ত্রকের ফার্মাসিউটিক্যাল বিভাগ সুবিধা নামে ওই স্যানিটারি ন্যাপকিন চালু করেছে।
কুমার জানিয়েছেন, বাজারে যেখানে চারটি স্যানিটারি প্যাডের প্যাকেটের গড় দাম ৩২ টাকার মতো, সেখানে সরকার এই অক্সো-বায়োডিগ্রেডেবল ন্যাপকিনের চারটি প্যাডের প্যাকেট মাত্র ১০ টাকায় নিয়ে এসেছে। বিশেষ করে গ্রামীন এলাকা ও পিছিয়ে পড়া মহিলাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই উদ্যোগ বলে জানিয়েছেন মন্ত্রী।
মাত্র আড়াই টাকা দামে স্যানিটারি ন্যাপকিন নিয়ে এল সরকার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Mar 2018 05:38 PM (IST)
প্রতীকী ছিত্র
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -