নয়াদিল্লির পাশাপাশি গোয়া, ভোপাল, চণ্ডীগড় ও কোলাপুরে প্রকাশ করা হয়েছে এই ভিডিও। দিল্লির অনুষ্ঠানে মহেন্দ্রনাথ ছাড়াও ছিলেন ভারত ও ভুটানে রাষ্ট্রপুঞ্জের তথ্যকেন্দ্রের ডিরেক্টর ডেরেক সেগার ও বিজেপি-র জাতীয় মুখপাত্র সুদেশ বর্মা। মহেন্দ্রনাথ বলেছেন, ‘সাইন ল্যাঙ্গুয়েজে জাতীয় সঙ্গীত প্রকাশ করা আমাদের কাছে গর্বের বিষয়। অতীতে শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের বিকলাঙ্গ বলা হত। কিন্তু বর্তমান সরকার তাঁদের দিব্যাঙ্গ বলে সম্মান দেয়। ভারত সুপ্রাচীন দেশ। প্রাচীন যুগেও ইঙ্গিতে কথা বলা হত। এবার শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের প্রয়োজনে সাইন ল্যাঙ্গুয়েজে জাতীয় সঙ্গীত তৈরি করা হল।’