নয়াদিল্লি: কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার হতে হয় বহু মহিলাকে। এবার থেকে সেই সমস্ত মহিলা অনলাইনে অভিযোগ জানাতে পারবেন। কেন্দ্রীয় সরকারে কর্মরত মহিলা কর্মীদের জন্য মহিলা এবং শিশু কল্যাণ মন্ত্রক শি-বক্স নামের একটি অনলাইন পোর্টালের উদ্বোধন করেছে। সেই অনলাইন পোর্টালেই এবার থেকে যৌন হেনস্থার অভিযোগ জানাতে পারবেন মহিলারা। আজ এই পোর্টালের উদ্বোধন করে কেন্দ্রীয়মন্ত্রী মেনকা গাঁধী বলেন, খুব শীঘ্রই তাঁরা জাতীয় স্তরে একটি সমীক্ষা চালাবেন। সেখানে দেখা হবে কী পর্যায়ে, কতটা মাত্রায় কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার হতে হয় মহিলাদের।
সূত্রের খবর, কেন্দ্রীয় মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রক তাদের দফতরের কর্মীদের নির্দেশ দিয়েছে শি-বক্সের মাধ্যমে অভিযোগকারিনী এবং অ্যাডমিনের মধ্যে যেন যথেষ্ট কথোপকথন বজায় থাকে। মেনকা গাঁধী উদ্বোধনের পর জানিয়েছেন, অন-লাইন পোর্টালে সামান্য কিছু পরিবর্তনের পর বেসরকারি সংস্থার কর্মীরাও অভিযোগ জানাতে পারবেন সেখানে।
কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার, শি-বক্সে গিয়ে এবার থেকে অভিযোগ জানাতে পারবেন মহিলারা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Jul 2017 04:17 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -