নয়াদিল্লি: সোমবারই দেশের শীর্ষ আদালতে কোহিনূর ভারতে ফিরিয়ে আনা হবে, না ব্রিটেনেই থাকবে, সেই সংক্রান্ত মামলায় কেন্দ্রীয় সরকার দাবি করে, ব্রিটেনেই থাকবে মহামূল্যবান এই রত্নটি।
এই বক্তব্যের ২৪ ঘন্টার মধ্যেই অন্য সুর শোনা গেল কেন্দ্রের গলায়। সরকারের দাবি, তাদের তরফে সবধরনের চেষ্টাই করা হবে এই রত্নটি ভারতে ফিরিয়ে আনার বিষয়। যদিও দেশের শীর্ষ আদালতে গতকালই ভারত সরকার বলে, এই রত্নটি চুরিও যায়নি, ব্রিটিশ রাজ জোর করে কেড়েও নেয়নি তাদের থেকে। সরকারের পক্ষে দাবি করা হয়, ১০৫ ক্যারেটের ওই হিরে মহারাজা রঞ্জিত সিংহই ১৮৫০ সালে শিখ যুদ্ধে সাহায্যের ক্ষতিপূরণ হিসাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তুলে দিয়েছিলেন। কেন্দ্র জানিয়েছে তারা এখনও এবিষয়ে তাদের চূড়ান্ত সিদ্ধান্তের কথা আদালতে জানায়নি। মূলত সংবাদমাধ্যমে তাদের বক্তব্যকে বিকৃত করা হয়েছে।
আদালতে কোহিনূর মন্তব্যের ২৪ ঘন্টার মধ্যেই সুর বদল সরকারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Apr 2016 04:27 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -