নয়াদিল্লি: রান্নার গ্যাসের পর এবার রেশনে ভর্তুকির শস্য কেনার ক্ষেত্রেও আধার কার্ড বাধ্যতামূলক করল কেন্দ্র। যাঁদের আধার নেই, তাঁদের আগামী ৩০ জুন পর্যন্ত নতুন কার্ড করার সময়সীমা বেঁধে দিল মোদী সরকার।


গত বছর নভেম্বর মাসে জাতীয় খাদ্য সুরক্ষা আইন (এনএফএসএ) পাশ করায় কেন্দ্র। সেই অনুযায়ী, দেশের প্রায় ৮০ কোটি মানুষকে ১ টাকা থেকে ৩ টাকা কেজি দরে প্রতিমাসে ৫ কিলো শস্যদানা দেওয়ার অঙ্গীকার করা হয়।


এরপরই গত ৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য ও উপভোক্তা বিষয়ক দফতর এক নির্দেশিকা জারি করে ঘোষণা করে জানিয়ে দেয়, রেশনের মাধ্যমে ভর্তুকির শস্যদানা নিতে হলে প্রত্যেক রেশন কার্ডের মালিককে আধার কার্ডের তথ্য পেশ করতে হবে।


ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে, যাঁরা ভর্তুকির সুবিধা পাওয়ার যোগ্য, অথচ এখনও হাতে আধার কার্ড পাননি, তাঁদের আগামী ৩০ জুন পর্যন্ত বর্ধিত সময়সীমা দেওয়া হবে। এর মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিকে আধার কার্ড করিয়ে তার তথ্য রেশনে জমা দিতে হবে।


কেন্দ্র চাইছে, রান্নার গ্যাসের মতই রেশনের ক্ষেত্রেও, ভর্তুকির টাকা আধারের মাধ্যমে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে পড়ুক। সেই জন্যই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডকে যুক্ত করতে তৎপর মোদী সরকার।


নির্দেশিকায় বলা হয়েছে, ৩০ জুন পর্যন্ত রেশন কার্ডের সঙ্গে আধারের আবেদনের এনরোলমেন্ট আইডি, বা আধার এনরোলমেন্টের জন্য করা আবেদনপত্রের কপি এবং ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, সরকারি পরিচয়পত্র, ডাকহবিভাগ দ্বারা জারি করা সচিত্র পরিচয় পত্র, কিষাণ ফটো পাসবই—এর যে কোনও একটি সঙ্গে রাখতে হবে।


যদিও, ৩০ জুনের কী হবে, সেই সংক্রান্ত কথা নির্দেশিকায় বলা নেই।