নয়াদিল্লি: আসন্ন আফ্রিকা সফর থেকে প্রধামনন্ত্রী নরেন্দ্র মোদী ফেরার পরই রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নরের নাম ঘোষণা করা হবে। কেন্দ্রীয় সূত্রে এমনটাই জানা গিয়েছে।


চলতি সপ্তাহেই পাঁচদিনের সফরে চারদেশের আফ্রিকা সফরে যাচ্ছেন মোদী। তাঁর ফেরার কথা ১১ তারিখ। নাম না জানানোর শর্তে, ওই আধিকারিক জানান, প্রধানমন্ত্রী দেশে ফিরলেই নতুন আরবিআই গভর্নরের নাম ঘোষনা করা হবে।

বর্তমান গভর্নর রঘুরাম রাজনের তিন বছরের মেয়াদ আগামী ৪ সেপ্টেম্বর শেষ হচ্ছে। গতমাসেই তিনি ঘোষণা করেন, তিনি পুনর্বহাল হতে চান না। ফিরে যেতে চান শিক্ষার জগতে। যার পরই নতুন গভর্নরের খোঁজ পড়ে যায়।

রাজনের উত্তরসূরী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের দুই প্রাক্তন ডেপুটি গভর্নর সুবীর গোকর্ণ এবং রাকেশ মোহন। এছাড়া সম্ভাব্য তালিকায় রয়েছেন স্টেট ব্যাঙ্কের প্রধান অরুন্ধতী ভট্টাচার্য এবং অর্থনীতি-বিষয়ক উপদেষ্টা শক্তিকান্ত দাস।

সাধারণত, অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই রিজার্ভ ব্যাঙ্কের নাম স্থির করেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় সূত্রের মতে, এবারও তার ব্যতিক্রম হবে বলে মনে হয় না। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে আলোচনা করেই রাজনের উত্তরসূরী বাছবেন মোদী।