নয়াদিল্লি: দেশের প্রতিটি ব্যবসার নিজস্ব পরিচয়ের কথা ভাবছে কেন্দ্র। আধারের ধাঁচে ব্যবসাগুলিরও নিজস্ব নম্বর থাকবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি আজ সংসদে জানিয়েছেন এ কথা।

লোকসভায় জেটলি বলেছেন, আধার প্রত্যেক ভারতীয়কে নিজস্ব পরিচয় দিয়েছে। পরিষেবা অত্যন্ত সহজলভ্য করে দিয়েছে মানুষের কাছে। এভাবেই প্রতিটি ব্যবসা, তা বড়ই হোক বা ছোট, তার নিজস্ব পরিচয় দরকার। তাই দেশের ছোট বড় সব ব্যবসায়িক সংস্থাকে আলাদা আলাদা নম্বর দিয়ে চিহ্নিত করার জন্য প্রকল্প চালু করতে চলেছে কেন্দ্র।

এখনও পর্যন্ত ১১৯ কোটি মানুষ আধারে লিপিবদ্ধ হয়েছেন। নানা সরকারি, বেসরকারি সুযোগ পেতে হলে আধার অত্যাবশ্যক করা হয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও প্যান নম্বর চালু করতে আধার নম্বর অত্যাবশ্যক করা হয়েছে, এর ফলে কালো টাকার দৌরাত্ম্য কমেছে ও অঘোষিত অর্থের খবর মিলছে বলে কেন্দ্রের দাবি।