বাড়ানো হবে না বাতিল নোট জমার সময়সীমা, ব্যাঙ্কগুলির কাছে রয়েছে পর্যাপ্ত নগদ, জানাল কেন্দ্র
ABP Ananda, web desk | 29 Nov 2016 05:04 PM (IST)
নয়াদিল্লি: বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়ার মেয়াদ বাড়ানো হবে না বলে জানাল কেন্দ্র। ৩০ ডিসেম্বর, নির্ধারিত দিনই ওই সময়সীমা শেষ হচ্ছে। একইসঙ্গে সরকারের দাবি, রিজার্ভ ব্যাঙ্ক ও ব্যাঙ্কগুলির হাতে পর্যাপ্ত নগদ রয়েছে। উল্লেখ্য, বাতিল নোট বদল ও নগদ তোলার জন্য বিভিন্ন ব্যাঙ্ক ও এটিএমগুলিতে ভিড়ের কোনও কমতি নেই। এর পরিপ্রেক্ষিতে রাজ্যসভায় এক লিখিত জবাবে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল বলেছেন, আরবিআই ও ব্যাঙ্কগুলির হাতে পর্যাপ্ত নগদ রয়েছে। ১০০ টাকা নোটের সংখ্যাও বাড়ানো হয়েছে। বাতিল নোট বাতিলের সময়সীমা বাড়ানোর প্রস্তাব সরকারের বিবেচনায় নেই বলে অর্থপ্রতিমন্ত্রী জানিয়েছেন। গ্রামীন এলাকার প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে ব্যাঙ্কগুলিকে ১০০ বা তার কম মূল্যের নোট সরবরাহ করতে বলা হয়েছে বলে তিনি জানিয়েছেন। ৮ নভেম্বর নোট বাতিলের ঘোষণার সময় দেশের বাজারে ১,৭১৬.৫০ কোটি ৫০০ টাকা এবং ৬৮৫.৮০ কোটি টি ১০০০ টাকার নোট ছিল।