সেতু ভেঙে পড়ায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মহারাষ্ট্র সরকারের, ৫ জনের দেহ উদ্ধার
Web Desk, ABP Ananda | 04 Aug 2016 02:10 PM (IST)
মহাদ (মহারাষ্ট্র): মহারাষ্ট্রের রায়গড় জেলার মহাদে মুম্বই-গোয়া হাইওয়েতে ব্রিটিশ আমলে তৈরি সেতু ভেঙে পড়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিল রাজ্য সরকার। প্রবল বৃষ্টিতে ব্রিজ ভেঙে পড়ায় নদীতে ভেসে যায় দুটি বাস ও বেশ কিছু গাড়ি। সাবিত্রী নদী থেকে উদ্ধার হয়েছে ৫ জনের মৃতদেহ। এখনও নিখোঁজ ২২। পুলিশ জানিয়েছে, প্রায় ৪০ মিনিট ধরে উদ্ধারকাজ চালানোর পর খুঁজে পাওয়া যায় ৫ জনের দেহ। এরমধ্যে ৩ জন পুরুষ ও ২ জন মহিলা। দেহগুলি পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। ২০টি নৌকোয় ১৬০ জন উপকূলরক্ষী বাহিনী, নৌ-সেনা উদ্ধারকাজ চালায়। সঙ্গে যোগ দেয় স্থানীয় মৎস্যজীবীরাও। চেতক হেলিকপ্টার নিয়ে তল্লাশিতে নামা হয়। ভেসে যাওয়া বাস দুটির সন্ধান পেতে আজ সকালে ৩০০ কেজির চুম্বক দিয়ে ক্রেনের সাহায্যে নদীর নিচে ফেলে সন্ধান চালানো হয়। এক আধিকারিক জানিয়েছেন, চুম্বকে কিছু একটা আটকেছে। সেটিকে জলের নিচ থেকে ওঠানোর চেষ্টা চলছে।