নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকৃত ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার বিষয়টি খতিয়ে দেখছে কেন্দ্র। একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিক ওই ছবিটি ফেসবুকে পোস্ট করেন। ওই সাংবাদিক পরে তাঁর 'ত্রুটি'র জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। যে ছবিটি তিনি পোস্ট করেছিলেন সেখানে প্রধানমন্ত্রীকে এক সৌদি নেতার কাছে অবনত মস্তকে দাঁড়ানো দেখানো হয়েছে। উল্লেখ্য, গতরাতেই সৌদি সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ওই ভুয়ো ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ দানা বাঁধে। বিজেপি সাংসদ মহেশ গিরি এ ব্যাপারে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করেন। একটি টুইট মারফত্ তিনি ওই ছবি পোস্ট করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সেই টুইটের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী রাজ্যবর্ধন সিংহ রাঠৌর তাঁকে আশ্বস্ত করে বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট বিধি লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। রাঠৌর তাঁর টুইটে আরও জানান, এ ব্যাপারে তিনি যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবি শংকর প্রসাদের সাহায্যও চাইবেন। এরইমধ্যে সংশ্লিষ্ট সাংবাদিক এ ব্যাপারে খেদ প্রকাশ করে টুইটারে লিখেছেন, 'আমার ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি পোস্ট করার জন্য আমি দুঃখিত। ওই ছবি টুইট করার আগে আমার সত্যতা যাচাই করা উচিত ছিল। আমার এই দুর্ভাগ্যজনক ক্রুটির জন্য আমি সংশ্লিষ্ট সকলের কাছে ক্ষমাপ্রার্থী'। ওই বেসরকারি চ্যানেলটিও জানিয়েছে, তাদের এক কর্মী ওই বিকৃত ছবিটি পোস্ট করেছিলেন। যদিও এ ব্যাপারে চ্যানেল কর্তৃপক্ষ কিছুই জানত না। এই ঘটনায় ওই চ্যানেলের পক্ষ থেকেও ক্ষমা প্রার্থনা করা হয়েছে।