নয়াদিল্লি: ভারতের রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি, রাজ্যপালের বেতন বাড়ানোর পরিকল্পনা কেন্দ্রের। প্রায় তিন গুণ বেতন বাড়ানোর প্রস্তাব দিয়েছে সরকার।
৭ তম পে কমিশনের সুপারিশে পরিকল্পনা বাস্তবায়িত হবে। উল্লেখ্য, দেশে এক জন ক্যাবিনেট সচিবের মাইনে রাষ্ট্রপতির চেয়ে বেশি। এই কারণেই বেতন বাড়ানোর সুপারিশ কেন্দ্রের।
বর্তমানে প্রতি মাসে প্রেসিডেন্টের মাইনে ১.৫০ লক্ষ টাকা। উপ-রাষ্ট্রপতির ১.২৫ লক্ষ টাকা, প্রতি রাজ্যের রাজ্যপালের ১.১০ লক্ষ টাকা। নয়া এই প্রস্তাবে তা তিনগুণ বাড়ানোর সুপারিশ করা হয়েছে। সেই মতো রাষ্ট্রপতির মাইনে বেড়ে হবে ৫ লক্ষ টাকা, উপ-রাষ্ট্রপতির ৩.৫ লক্ষ টাকা।
শেষ ২০০৮-এ বেতন বেড়েছিল রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি, রাজ্যপালদের। তার আগে রাষ্ট্রপতির বেতন ছিল ৫০,০০০ টাকা, উপ-রাষ্ট্রপতির ৪০,০০০ টাকা, রাজ্যপালের ৩৬,০০০ টাকা।
এছাড়াও প্রাক্তন রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি, রাজ্যপালের জন্যও চালু হচ্ছে পেনশন। অবসর নেওয়ার পর রাষ্ট্রপতি মাসে পেনশন পাবেন দেড় লক্ষ টাকা করে। রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি, রাজ্যপালের মৃত্যু হলে পেনশন পাবেন তাঁর স্ত্রী বা স্বামী।
বেতন বাড়ছে রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি, রাজ্যপালের
Web Desk, ABP Ananda
Updated at:
26 Oct 2016 10:40 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -