নয়াদিল্লি: আর্থিক তছরুপ রুখতে নির্বাচনে লড়াই না করা রাজনৈতিক দলগুলির আয়করে ছাড় দেওয়ার ক্ষেত্রে শর্ত আরোপ করার কথা ভাবছে কেন্দ্র। এমনটাই জানালেন অরুণ জেটলি।


মঙ্গলবার নয়াদিল্লির একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, এমন অনেক রাজনৈতিক দল রয়েছে, যারা ভোটে লড়ে না। কিন্তু, নির্বাচন কমিশনে নথিভুক্ত করিয়ে রেখেছে যাতে তাদের আয়ও করমুক্ত হয়। এই ছাড় পাওয়ার বিষয়ে কোনও শর্ত আরোপ করা যায় কি না, সে বিষয়টি কেন্দ্রের রাজস্ব দফতরকে খতিয়ে দেখতে বলা হয়েছে।


কেন্দ্রীয় সরকার যেখানে কালো টাকার প্রভাব রোধ করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে বলে দাবি করছে, সেখানে বিভিন্ন মহল থেকে পাল্টা দাবি উঠেছে যে, রাজনৈতিক দলগুলির আয়করে ছাড় নিয়ে কী ভাবছে সরকার।


পাশাপাশি, রাজনৈতিক দলগুলিকে দেওয়া ২০০০ টাকার ওপর যে কোনও অনুদানকে নিষিদ্ধ করা হোক বলে নির্বাচন কমিশনও সম্প্রতি কেন্দ্রকে সুপারিশ করেছে। এই প্রেক্ষিতে জেটলির এই মন্তব্য উল্লেখজনক বলে মনে করছে ওয়াকিবহাল মহল।