নয়াদিল্লি:  পাঁচ বছরের বেশি  খালি পড়ে রয়েছে এমন সরকারি পদ তুলে দেওয়ার ভাবনাচিন্তা করছে কেন্দ্রীয় সরকার। সেই ভাবনা থেকেই কেন্দ্রের বিভিন্ন মন্ত্রক ও দফতরে সেই সমস্ত পদের খতিয়ান চেয়ে একটি রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। একটি বিবৃতি জারি করে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে সমস্ত মন্ত্রক ও দফতরকে যত শীঘ্র সম্ভব এই সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, কিছু দফতর যেমন এই সংক্রান্ত রিপোর্ট জমা দিয়েছে, অনেকে আবার সেই সমস্ত পদ সম্পর্কিত কিছু তথ্য এবং তার প্রয়োজনীয়তা লিখে জমা দিয়েছে। গত ১৬ জানুয়ারি অর্থমন্ত্রকের তরফে যে রিপোর্ট তলব করা হয়েছে, তাতে বলা হয়েছে সমস্ত আর্থিক উপদেষ্টা এবং বিভিন্ন দফতরের জয়েন্ট সেক্রেটারিরা যেন যত তাড়াতাড়ি সম্ভব ওই সমস্ত সরকারি পদগুলো চিহ্নিত করে মন্ত্রক ও সংশ্লিষ্ট দফতরে একটি করে প্রতিলিপি জমা দেন। এরপরই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে, সেখানকার অ্যাডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, আধাসামরিক বাহিনীর প্রধান এবং অন্যান্য সংযুক্ত দফতরের থেকে রিপোর্ট সংগ্রহ করার প্রক্রিয়া শুরু করে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের অধীনে প্রায় হাজার খানেক সরকারি পদ রয়েছে, যেগুলো পাঁচ অথবা তার চেয়ে বেশি বছর ধরে খালি পড়ে রয়েছে। সেগুলোই মূলত তুলে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।