নয়াদিল্লি:  সম্প্রতি শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়ের বিমানকর্মীর সঙ্গে অশালীন আচরণের জেরে এবার কঠিন পদক্ষেপ নেওয়ার ভাবনা কেন্দ্রীয় সরকারের। শুক্রবার সরকারের তরফে এক প্রস্তাব রাখা হয়। সেখানে বলা হয়েছে, এবার থেকে বিমানে যদি কোনও যাত্রী অশোভন আচরণ করেন, তাহলে তাঁকে ত্রিস্তরীয় শাস্তি দেওয়ার ভাবনা চিন্তা রয়েছে কেন্দ্রের। মূলত বিমানে মাঝেমধ্যেই যাত্রী ও বিভিন্ন প্রভাবশালী রাজনীতিবিদরা কর্মীদের সঙ্গে অশালীন আচরণ করে থাকেন।


বিমান মন্ত্রকের তরফে যে শাস্তির প্রস্তাব দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে অভব্য আচরণ করলেই সেই অভিযুক্ত যাত্রীকে ন্যূনতম তিন মাস এবং সর্বোচ্চ দু বছর বিমানে উঠতে দেওয়া হবে না।

বিমান মন্ত্রকের তরফে এই সংক্রান্ত যে নয়া নিয়ম তৈরি করা হবে, সেটা মন্ত্রকের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। সেখানে এপ্রসঙ্গে মতামত জানাতেও পারবেন জনতা। এমনকি বিশেষক্ষেত্রে তাঁদের পরামর্শ গ্রহণযোগ্যও হবে।

প্রসঙ্গত, গত মাসেই এয়ার ইন্ডিয়ার এক প্রবীণ কর্মীর সঙ্গে সিট নিয়ে মারাত্মক ঝামেলায় জড়িয়ে যান শিবসেনা সাংসদ। জানা যায় তারপর সেই কর্মীকে পঁচিশ বার জুতো পেটাও করেন ওই সাংসদ। এরপর তাঁর বিমানে চড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে বিমানসংস্থাগুলো।