নয়াদিল্লি: নগদহীন লেনদেনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন্দ্রের। কর্মীদের আর নগদে বেতন নয়। চেক বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া হবে বেতন।কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত। বিশেষ সূত্রে একথা জানা গিয়েছে।
আগেই জানা গিয়েছিল নোট বাতিলের পর নগদহীন লেনদেনকে উত্সাহিত করতে মোদী সরকার আজ মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে। সেই মতো আজ মন্ত্রিসভার বৈঠকে কর্মচারীদের নগদে বেতন দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারির অর্ডিন্যান্সে সিলমোহর দেওয়া হল। এর ফলে চেকে বা সরাসরি কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেতন দিতে হবে। অর্ডিন্যান্স কার্যকর হওয়ার আগে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্বাক্ষর প্রয়োজন। আজ সন্ধেয় এ ব্যাপারে রাষ্ট্রপতির সম্মতি পাওয়া যেতে পারে।
উল্লেখ্য, এ সংক্রান্ত বিল গত ১৫ ডিসেম্বর লোকসভায় পেশ করা হয়েছে। এই বিল আগামী বাজেট অধিবেশনে পাস করানো হতে পারে। অর্থাত্ বিল পাস করাতে এখনও দুই মাস সময় লেগে যাবে। তাই এ বিষয়ে এখন অর্ডিন্যান্স জারি করা হল। পরে তা সংসদে পাস করানো হবে।
অর্ডিন্যান্স ছয় মাসের জন্য বৈধ থাকে।এরমধ্যে তা সংসদে অনুমোদন করতে হয়।
বেতন প্রদান (সংশোধনী) বিল ২০১৬-তে মূল আইনের ৬ নম্বর ধারায় সংশোধনের প্রস্তাব করা হয়েছে, যাতে নিয়োগকারী কর্মচারীদের বেতন চেক বা ইলেকট্রনিক পদ্ধতিতে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে পারেন। শ্রমমন্ত্রী বন্দারু দত্তাত্রেয় এই বিষয়ক বিলটি লোকসভায় পেশ করেছেন। বিলে বলা হয়েছে, নতুন প্রক্রিয়া ডিজিটাল ও স্বল্প নগদ নির্ভর অর্থব্যবস্থার লক্ষ্য পূরণে সহায়ক হতে পারে।
বেতন আর নগদে নয়, অর্ডিন্যান্সে সিলমোহর কেন্দ্রীয় মন্ত্রিসভার
ABP Ananda, web desk
Updated at:
21 Dec 2016 09:39 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -