নয়াদিল্লি:  পদ্ম সম্মানের জন্যে একগুচ্ছ জনপ্রিয় ব্যক্তিত্বের নাম প্রস্তাব করা হয়েছিল। তারমধ্যে থেকে ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনি, ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংহ এবং তবলা বাদক জাকির হুসেনের নাম প্রস্তাব প্রত্যাখান করল কেন্দ্র। সূত্রের খবর, দেশের দ্বিতীয় বৃহৎ সর্বোচ্চ সম্মান পদ্ম বিভূষণ সম্মানে সম্মানিত কংগ্রেস নেতা শরদ পওয়ার এবং প্রবীন বিজেপি নেতা  মুরলী মনোহর জোশীর নামও প্রথমে এই পুরস্কারের জন্যে মনোনীত প্রার্থীর প্রাথমিক তালিকায় ছিল না। কিন্তু তারপর তাঁরা জন কল্যান মূলক বিভাগে এই পুরস্কার পান। তবে তাঁদের নাম কে মনোনীত করে পাঠিয়েছিল সেবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি সরকারি সেই আধিকারিক।

ধোনি, জাকির ছাড়া, আরও যেসমস্ত বিখ্যাত ব্যক্তিত্বের নাম প্রত্যাখান করেছে কেন্দ্র তারমধ্যে রয়েছে বিজু জনতা দল সাংসদ বৈজয়ন্ত পাণ্ডা, সঙ্গীত পরিচালক অনু মালিক। তবে এঁদের নাম প্রত্যাখানের কারণ কি, সেবিষয়ে কোনও মন্তব্য করেনি স্বরাষ্ট্রমন্ত্রক।

এবছরের শেষের দিকে প্রেসিডেন্ট রাষ্ট্রপতি ভবনে পদ্ম সম্মানে সম্মানিত করেন মনোনীত প্রার্থীদের। এবছর পদ্ম সম্মানের জন্যে ৮৯ জনের নাম মনোনীত করেছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এরমধ্যে সাতজন পদ্ম বিভূষণ পাচ্ছেন, সাতজন পদ্মভূষণ এবং ৭৫ জন পদ্মশ্রী পাবেন।