নয়াদিল্লি: নোট বাতিলের অব্যবহিত পরে দেশব্যাপী কার্ডের মাধ্যমে লেনদেনকে আরও উৎসাহ জোগাতে এবার পিওএস (পয়েন্ট অফ সেল) ডিভাইসের ওপর থেকে আবগারি সহ অন্যান্য শুল্ক মকুব করার সিদ্ধান্ত নিল কেন্দ্র।
এদিন লোকসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানান, পিওএস মেশিনের ওপর থেকে ১২.৫ শতাংশ আবগারি শুল্ক এবং ৪ শতাংশ বিশেষ অতিরিক্ত শুল্ক মকুব করা হয়েছে। এর ফলে ওই মেশিনগুলির দাম ১৬.৫ শতাংশ কমবে। জেটলি জানান, আগামী ৩১ মার্চ পর্যন্ত এই বিশেষ ছাড় কার্যকর থাকবে।
কেন্দ্রীয় সূত্রের মতে, বাজারে ব্যবহৃত পিওএস মেশিনের ৯০ শতাংশই বিদেশ থেকে আমদানি হয়। এই যন্ত্রের আমদানি শুল্ক হল শূন্য শতাংশ। প্রসঙ্গত, কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তের পরে দেশজুড়ে পিওএস মেশিনের ব্যবহার ও বিক্রি প্রভূত পরিমাণে বেড়ে গিয়েছে।