নয়াদিল্লি: নভি মুম্বইয়ের রিলায়েন্স আইটি পার্কের নিরাপত্তায় ২০০ সিআইএসএফ কম্যান্ডো নিয়োগ করার বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের অনুমোদন মিলেছে। সম্প্রতি ওই তথ্য-প্রযুক্তি কেন্দ্রের নিরাপত্তা নিয়ে পর্যালোচনা করা হয়। এরপরেই সেখানে সিআইএসএফ কম্যান্ডো নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কয়েকদিনের মধ্যেই জওয়ানরা সেখানে গিয়ে নিরাপত্তার দায়িত্ব নেবেন।
২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে জঙ্গি হামলার পরেই বেসরকারি সংস্থাগুলির দফতরেরও নিরাপত্তার ভারও সিআইএসএফ-এর উপর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। গুজরাতের জামনগরে রিলায়েন্সের তৈল শোধনাগারেরও নিরাপত্তার দায়িত্বে আছে সিআইএসএফ। এছাড়া হরিদ্বারে পতঞ্জলি ফুড পার্ক, বেঙ্গালুরুতে ইনফোসিসের দফতর সহ দেশের বিভিন্ন প্রান্তে বেসরকারি সংস্থার দফতরের দায়িত্বে সিআইএসএফ।
রিলায়েন্স আইটি পার্কের নিরাপত্তায় ২০০ সিআইএসএফ কম্যান্ডো
Web Desk, ABP Ananda
Updated at:
17 Feb 2017 09:29 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -