চেন্নাই: তামিলনাড়ুর এরড সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের সাত শিক্ষককে শোকজ নোটিস পাঠালো সেখানকার সরকার। প্রসঙ্গত, সেখানে সরকারি নির্দেশিকায় বলা আছে, স্কুলের ভিতর ক্লাসরুমের মধ্যে মোবাইল ব্যবহার করতে পারবেন না শিক্ষকরা। কিন্তু সরকারের প্রতিনিধিরা হঠাত্ পরিদর্শনে এসে দেখেন, নিয়ম ভেঙে ক্লাসরুমে মোবাইল ব্যবহার করছেন শিক্ষকরা।
জেলা এডুকেশন অফিসার নিয়ম লঙ্ঘন করার অপরাধে তামিলনাড়ুর এরড জেলার তিনটি সরকারি স্কুলের সাত শিক্ষককে শোকজ করেছে।
জেলা শিক্ষা দফতরের তরফে এরমধ্যেই বিভিন্ন সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের প্রধানশিক্ষক ও শিক্ষিকাদের কাছে ক্লাসরুমে মোবাইল ব্যবহার না করার বিষয় নির্দেশিকা পাঠানো হয়েছে। যে তিন স্কুলের শিক্ষকদের শোকজ নোটিস পাঠানো হয়েছে, সেখানকার প্রধান শিক্ষকদেরও এই মর্মে সরকারি নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে।
ক্লাসে মোবাইল, সরকারি স্কুলের শিক্ষকদের শোকজ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Oct 2016 05:12 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -