নয়াদিল্লি: দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে আজ স্যানিটারি ন্যাপকিনকে পণ্য ও পরিষেবা করের (জিএসটি) আওতার বাইরে রাখা হল। জিএসটি কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন স্যানিটারি ন্যাপকিনের উপর ১২ শতাংশ হারে কর নেওয়া হত। আজ সেটা পুরোপুরি তুলে নেওয়া হল। এছাড়া রাখিকেও জিএসটি-র আওতার বাইরে রাখা হয়েছে। একইসঙ্গে বেশ কয়েকটি পণ্যের উপর করের হার কমানো হয়েছে।
জিএসটি কাউন্সিলের বৈঠকের পর অর্থমন্ত্রী পীযূষ গয়াল জানিয়েছেন, ‘স্যানিটারি ন্যাপকিনকে জিএসটি থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া জুতো, ছোট টেলিভিশন, ওয়াটার হিটার, ইলেকট্রিক আয়রন মেশিন, রেফ্রিজারেটর, লিথিয়াম ইয়ন ব্যাটারি, হেয়ার ড্রায়ার, ভ্যাকুয়াম ক্লিনার, রান্নার বিভিন্ন সরঞ্জাম ও ইথানলের উপরেও নির্ধারিত করের হার কমানো হয়েছে। বিভিন্ন পাথরের ক্ষেত্রেও কর কমানো হয়েছে। জিএসটি কাউন্সিলের পরবর্তী বৈঠক ৪ অগাস্ট।’
সূত্রের খবর, এতদিন ৫০০ টাকা পর্যন্ত দামী জুতোর উপর ৫ শতাংশ হারে কর নেওয়া হত। আজ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ১,০০০ টাকা পর্যন্ত দামী জুতোর ক্ষেত্রেও একই হারে কর নেওয়া হবে। রং, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, ভ্যাকুয়াম ক্লিনার, স্টোরেজ ওয়াটার হিটার এবং ৬৮ সেন্টিমিটার পর্যন্ত টেলিভিশনের উপর এতদিন ২৮ শতাংশ হারে কর নেওয়া হত। এখন থেকে এই পণ্যগুলিতে ১৮ শতাংশ কর ধার্য হবে।
আওতার বাইরে স্যানিটারি ন্যাপকিন, নিত্য প্রয়োজনীয় বেশ কয়েকটি পণ্যে কমল জিএসটি
Web Desk, ABP Ananda
Updated at:
21 Jul 2018 08:13 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -