স্বল্প সঞ্চয়ে সুদের হার ০.১ শতাংশ কমাল সরকার
ABP Ananda, web desk | 31 Mar 2017 12:20 PM (IST)
ফাইল ছবি
নয়াদিল্লি: এনএসসি, পিপিএফ-সহ স্বল্প সঞ্চয় প্রকল্পে কমানো হল সুদের হার। আগামীকাল থেকেই কার্যকর হতে চলেছে নয়া নির্দেশ। এর ফলে প্রতি ১০০ টাকায় ১০ পয়সা হারে কমল সুদ। প্রবীণ নাগরিকদের সেভিংস স্কিমেও সুদের হার কমেছে। কমল ডাকঘর মাসিক আয় ও সুকন্যা সমৃদ্ধি প্রকল্পের সুদ। কিষাণ বিকাশ পত্রে টাকা দ্বিগুণে লাগবে অতিরিক্ত ১ মাস। এপ্রিল থেকে জুন পর্যন্ত স্বল্প সঞ্চয়ে সুদের হার জানুয়ারি থেকে মার্চের তুলনায় ০.১ শতাংশ কমানো হল। যদিও সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ৪ শতাংশই রাখা হয়েছে। গত বছরের এপ্রিল থেকে প্রতি তিন মাস অন্তর স্বল্প সঞ্চয়ে সুদের হার পুনর্বিন্যাস করা হচ্ছে। অর্থমন্ত্রকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পিপিএফ ও পাঁচ বছরের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (এনএসএস)-এ বার্ষিক সুদের হাম ৮ শতাংশ থেকে কমে হল ৭.৯ শতাংশ। কিষাণ বিকাশ পত্রে সুদের হার হল ৭.৬ শতাংশ এবং তা ম্যাচিওর হতে ১১২ মাস সময় লাগবে।