নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরে শান্তিরক্ষার স্বার্থে নিয়ন্ত্রণরেখা বরাবর পাক-অধিকৃত কাশ্মীরে পাক সেনা বাঙ্কার উড়িয়ে দেওয়াটা প্রয়োজন ছিল। এমনটাই জানালেন প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি।
মঙ্গলবার, সেনার তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে দেখা যাচ্ছে, পাক-অধিকৃত কাশ্মীরের নৌশেরা সেক্টরে অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল (এটিজিএম), অটোমেটিক গ্রেনেড লঞ্চার ও রকেট লঞ্চার। গুঁড়িয়ে দেওয়া হয় অন্তত ৪-৫টি পাক বাঙ্কার।
[embed]https://twitter.com/arunjaitley/status/866987257781075968[/embed]
এই প্রেক্ষিতে প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি জানিয়ে দেন, এধরণের শাস্তিমূলক ব্যবস্থাগ্রহণের প্রয়োজন ছিল। তিনি বলেন, ভারতীয় সেনা যে ব্যবস্থা নিয়েছে, তাকে পূর্ণ সমর্থন করছে সরকার। সঠিক কাজ করেছে সেনা।
তিনি যোগ করেন, নিয়ন্ত্রণরেখার ওপারে এধরনের ছাউনিকে ব্যবহার করে দীর্ঘদিন ধরেই ভারতে জঙ্গি অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা চালাচ্ছে পাক সেনা। তাই উপত্যকায় সন্ত্রাসের মোকাবিলার জন্য স্বতপ্রণোদিত ও নিয়ন্ত্রিত ব্যবস্থা নেওয়াটা প্রয়োজন ছিল।
[embed]https://twitter.com/arunjaitley/status/866986282223677441[/embed]
প্রসঙ্গত, গত ১ মে, জম্মু ও কাশ্মীরে ২ ভারতীয় জওয়ানের মুণ্ডচ্ছেদ করে পাক সেনার বর্ডার অ্যাকশন টিম। এদিন এদিন সেনার তরফে জানানো হয়, তার ঠিক আটদিন পর, অর্থাৎ ৯ মে পাক ছাউনি ধ্বংস করা হয়। তারই ভিডিও এদিন প্রকাশ করা হল।