নয়াদিল্লি: প্রথমে পুরনো নোট নেওয়ার নির্দেশ। তাতে কাজ না হওয়ায় এবার টোল-প্লাজাগুলিকে আগামী ৪৮-ঘণ্টা টোল-ফ্রি করার সিদ্ধান্ত নিল কেন্দ্র।
মঙ্গলবার রাতে কালো টাকা রোধে নরেন্দ্র মোদীর পাঁচশো, হাজারের নোট নিয়ে নয়া নির্দেশিকা জারির পরই সমস্যায় পড়ে আমজনতা। বাতিল নোটের জেরে কার্যত অচলাবস্থা তৈরি হয়েছিল দেশের বিভিন্ন প্রান্তের টোল প্লাজাগুলিতে।
ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া-র সভাপতি রাঘব চন্দ্রও জানান, দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রধানমন্ত্রীর দফতরে একাধিক ফোন এসেছে। অভিযোগ, টোল প্লাজাগুলোতেও বাতিল ৫০০ ও ১০০০-এর নোট কেউ নিচ্ছে না।
এরপরই নির্দেশিকা জারি হয়, দেশের সমস্ত টোল প্লাজায় আগামী ১১ নভেম্বর পর্যন্ত ৫০০ ও ১০০০ টাকার নোট নেওয়াটা বাধ্যতামূলক। এরজন্যে কেন্দ্রের তরফে নির্দেশিকা জারি করা হয়, আগামী ৭২ ঘন্টা টোল প্লাজায় পুরনো বাজার চলতি ৫০০-১০০০ টাকার নোট নিতে হবে।

[embed]https://twitter.com/nitin_gadkari/status/796304081786585088[/embed]

আগামী ১১ নভেম্বর মধ্যরাত অবধি বহাল থাকার কথা ছিল নির্দেশিকার। এই নিয়মের ব্যতিক্রম করা হলে, তাদের বিরুদ্ধে সরাসরি মেল করে অভিযোগ জানানোর নির্দেশিকাও জারি করা হয়।
কিন্তু, দেশের বিভিন্ন প্রান্ত থেকেই খবর আসতে থাকে যে, নোট সমস্যায় কার্যত অচল হয়ে পড়ে টোল-গেটগুলি। বহু টোল-প্লাজায় সর্পিল লাইনের দেখা মেলে। এমনকী, টোল-প্লাজার কর্মীদের সঙ্গে চালকদের বচসাও বেঁধে যায়।
এই পরিস্থিতিতে আগামী ১১ তারিখ মধ্যরাত পর্যন্ত দেশের সব টোল প্লাজায় ফি-মকুব করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র সরকার। এদিন সন্ধ্যেবেলা কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রী নিতিন গড়কড়ি জানান, বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখে টোল আদায় সাময়িক বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।