নয়াদিল্লি: লোকসভায় অনুপস্থিত থেকে সরকারকে বিড়ম্বনায় ফেলে দিলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু ও তাঁর মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মনোজ সিংহ। তাঁরা দুজনেই গরহাজির থাকায় রেলমন্ত্রক সংক্রান্ত প্রশ্নের জবাব দিতে পারলেন না কেউ। এই ঘটনার জেরে লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন কড়া হুঁশিয়ারি দিলেন। সরকার ক্ষমা চাইতে বাধ্য হল।
এদিন ঘটনার সূত্রপাত প্রশ্নোত্তর পর্বে। স্পিকার ‘গো ইন্ডিয়া স্মার্ট কার্ড’ ইস্যুটি উত্থাপন করেন। কিন্তু তখন রেল মন্ত্রকের কেউ ছিলেন না। মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে কংগ্রেস সাংসদরা প্রশ্নোত্তর পর্বের সময় রেলমন্ত্রী ও রাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে সরব হন। স্পিকার প্রথমে বলেন, মনোজের এই প্রশ্নের জবাব দেওয়ার কথা ছিল। তাঁর লোকসভা ছেড়ে চলে যাওয়া উচিত হয়নি।
স্পিকারের এই বক্তব্যে সন্তুষ্ট না হয়ে কংগ্রেস সাংসদরা প্রতিবাদ চালিয়ে যেতে থাকেন। এরপর স্পিকার বলেন, তাঁর বিশেষ কিছু করার নেই। তিনি মন্ত্রীকে অনুপস্থিতির জন্য ফাঁসি দিতে পারেন না। তিনি বলেছেন, এই ঘটনা কাঙ্খিত নয়।
এরপর সরকারের পক্ষ থেকে সংসদ বিষয়ক মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু বলেন, মনোজ ভুল করে লোকসভা ছেড়ে চলে গিয়েছেন। তিনি বুঝতে পারেননি, রেলমন্ত্রক সংক্রান্ত প্রশ্ন উত্থাপিত হবে। এই ঘটনার জন্য সরকার ক্ষমা চাইছে। রেলমন্ত্রীকে এই প্রশ্নের জবাব দিতে বলা হবে।
লোকসভায় গরহাজির রেলমন্ত্রী, ক্ষমা চাইল সরকার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 May 2016 01:04 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -