শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে নাশকতামূলক হামলা হলে সিআরপিএফ বাহিনী যাতে দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছতে পারে, তার জন্য হেলিকপ্টার পরিষেবা চালু করার ভাবনাচিন্তা করছে কেন্দ্র।


বর্তমানে চারদিনের জম্মু ও কাশ্মীর সফরে রয়েছেন রাজনাথ সিংহ। রবিবার, দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাহিনীর একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে জানান, উপত্যকায় মোতায়েন জওয়ানদের জন্য অনেক সুযোগ-সুবিধা দিতে তৈরি কেন্দ্র।


তিনি বলেন, কেন্দ্রীয় আধা-সামকির বাহিনীর সহায়তায় সর্বদা প্রস্তুত সরকার। জম্মু ও কাশ্মীরে সিআরপিএফ বাহিনীর জন্য হেলিকপ্টার পরিষেবা নিয়ে ভাবনাচিন্তা চলছে। এতে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে কালক্ষেপ না করে বাহিনীর জওয়ানরা সেখানে পৌঁছতে পারেন।


পাশাপাশি, ডিউটিতে মারা গেলে নিহত জওয়ানের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানান রাজনাথ সিংহ। বর্তমানে, এই ক্ষতিপূরণের অর্থ ৬০-৭০ লক্ষ টাকা।


রাজনাথ বলেন, নিরাপত্তা বাহিনীর সাহসিকতাকে কুর্নিশ জানায় দেশ। আমরা সিআরপিএফ জওয়ানদের জন্য গর্বিত। সাহস বাজারে বিক্রি হয় না। মানুষ তা নিয়ে জন্মায়।