নয়াদিল্লি: দেশে দরিদ্র সীমার নীচে থাকা প্রবীণ নাগরিকদের বিনামূল্যে হাঁটার লাঠি ও শোনার যন্ত্র বণ্টন করতে শনিবার জাতীয়স্তরে একটি প্রকল্পের সূচনা করতে চলেছে কেন্দ্র।


খবরে প্রকাশ, ওইদিন অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার একটি শিবিরে রাষ্ট্রীয় বয়োশ্রী যোজনা নামে ওই প্রকল্পের সূচনা হবে। এর জন্য ইতিমধ্যেই ৪৭৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু এবং সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ মন্ত্রী থাওয়ারচাঁদ গহলৌত। একইভাবে আরেকটি শিবির হবে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে।


গহলৌতের মন্ত্রকের এক আধিকারিক জানান, প্রতি শিবিরে অন্ততপক্ষে ২ হাজার বিপিএল তালিকাভুক্ত প্রবীণ ব্যক্তিকে বিনামূল্যে হাঁটার ছড়ি ও কানে শোনার যন্ত্র বণ্টন করা হবে। লক্ষ্য হচ্ছে, বয়স্ক-বান্ধব সমাজ গড়ে তোলার।


গহলৌত জানান, ২০১১ জনগণনা অনুযায়ী, দেশে ১০.৩৮ কোটি মানুষ প্রবীণ নাগরিক। তাঁদের মধ্যে ৫.২ শতাংশ বিভিন্ন ধরনের বার্ধক্যজনিত সমস্যায় ভোগেন। ২০২৬ সাল নাগাদ প্রবীণ নাগরিকেদর সংখ্যা বেড়ে ১৭.৩ কোটি হওয়ার কথা।