নয়াদিল্লি: দেশে অনলাইনে মহিলাদের হয়রানির ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় এবার নড়েচড়ে বসল কেন্দ্র।


সূত্রের খবর, নেট-দুনিয়ায় মহিলাদের নিরাপত্তা বাড়াতে এবং হয়রানির মোকাবিলা করতে এবার পৃথক মোবাইল অ্যাপ (অ্যাপলিকেশন) চালু করার ভাবনাচিন্তা করছে কেন্দ্রী নারী ও শিশু কল্যাণ মন্ত্রক। জানা গিয়েছে, ওই অ্যাপের নাম দেওয়া হবে ‘আই অ্যাম ট্রোলড’।


মহিলাদের কল্যাণ নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গাঁধী জানান, চলতি মাসের শেষের দিকে ‘শাউটিং অ্যাপ’ চালু হবে। আরও কার্যকর করতে এর সঙ্গে বহুপ্রতীক্ষিত ‘প্যানিক বাটন’ অ্যাপের বৈশিষ্ট্যও যুক্ত করা হবে।


মানেকা আরও জানান, এই অ্যাপগুলি তৈরি করতে শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে। মোবাইল হার্ডওয়্যার সংস্থাগুলি এখন সেই কাজই করছে। মন্ত্রীর দাবি, পুরনো মোবাইল ফোনেও যাতে এই অ্যাপ কাজ করে, সেই দিকেও নজর রাখা হচ্ছে।


কীভাবে কাজ করবে প্যানিক বটন অ্যাপ? মন্ত্রী জানান, যখনই কোনও আক্রান্ত মহিলা মোবাইল ফোনের প্যানিক বটন প্রেস করবেন, তখনই ‘শাউটিং অ্যাপ’ অ্যাক্টিভেট হয়ে পড়বে। এতে ওই অঞ্চলের মধ্যে নিকটতম ১০টি মোবাইল ফোনে সাহায্যের অ্যালার্ট পৌঁছবে। এতে, পুলিশ আসার আগে স্থানীয় মানুষ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে সাহায্য করতে পারবেন।


পাশাপাশি, দেশে নতুন আরও ৬০০টি ‘সখী’ কেন্দ্র চালু করবে কেন্দ্র। এখানে আক্রান্ত মহিলারা চিকিৎসা, আইনি, প্রশাসনিক ও রিহ্যাব-এর সহায়তা মিলবে। ইতিমধ্য, দেশে এধরনের ৬০টি কেন্দ্র রয়েছে। একইভাবে, দেশে শিশু-পর্নোগ্রাফির বাড়বাড়ন্তের মোকাবিলা কোন উপায়ে করা যায়, তাও খতিয়ে দেখছে কেন্দ্র।