নয়াদিল্লি: আগামী জুন মাসের মধ্যেই দেশের সবকটি রেশন দোকানে আধার চালু করা হবে বলে জানাল কেন্দ্র।


শুক্রবার, কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশংকর প্রসাদ বলেন, আগামী ৩০ জুনের মধ্যে দেশের ৫.৫৮ লক্ষ রেশন দোকানে আধার কার্ড চালু করা হবে। এই নিয়ে খাদ্য ও উপভোক্তা বিষয়ক মন্ত্রকের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।


প্রসাদ জানান, ইতিমধ্যেই গুজরাত, অন্ধ্রপ্রদেশ এবং রাজস্থানের সবকটি রেশন দোকানে আধার চালু হয়ে গিয়েছে। তিনি বলেন, গুজরাতে রেশন দোকানে ক্রেতারা আধার কার্ডের মাধ্যমে আঙুলের ছাপ দিয়ে দামও মেটাচ্ছেন।



প্রসঙ্গত, গতকালই কেন্দ্রের তরফে বিবৃতি পেশ করে জানানো হয়, রান্নার গ্যাসের (পহল প্রকল্প) মত আগামী ৩০ জুনের পর থেকে রেশন দোকানে শস্যদানার ভর্তুকি পেতে হলে আধার কার্ড বাধ্যতামূলক। যাঁদের এখনও আধার কার্ড নেই, তাঁদের যত দ্রুত সম্ভব তা তৈরি করার পরামর্শও দেওয়া হয়।


এদিনও সেই সুর শোনা গেল রবিশংকরের গলায়। তিনি বলেন, আগামী ৩০ জুনের পর সকলকেই আধার করতে হবে। যদিও, তিনি মনে করিয়ে দেন, সরকার কোনওভাবেই বিষয়টি নিয়ে জোর করতে রাজি নয়।


পাশাপাশি, তিনি আরও জানান, ডিজিটাল ওয়ালেটের জন্য নতুন নিয়ম ও শর্তাবলি আনার ভাবনাচিন্তা করছে সরকার। এর খসড়া বিল শীঘ্রই জনসমক্ষে পেশ করা হবে।