নয়াদিল্লি: সংসদের বাজেট অধিবেশনে ফের তিন তালাক বিল রাজ্যসভায় পেশ করতে চলেছে কেন্দ্র। তবে এবারও তা বিরোধীদের কড়া আপত্তির মুখোমুখি হতে পারে বলে মনে করা হচ্ছে।


আগামীকাল থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এই এনডিএ সরকারের শেষ স্বয়ংসম্পূর্ণ বাজেট পেশ করবেন।

তিন তালাক বিলে তাৎক্ষণিক তিন তালাক দিলে মুসলমান পুরুষদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। লোকসভায় পাশ হয়ে গিয়েছে বিলটি কিন্তু বিরোধীরা সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি তুলে রাজ্যসভায় তা আটকে দিয়েছে। আগামী লোকসভা ভোটের আগে এই বিল আইনে পরিণত করা বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অধিবেশনের প্রথম পর্ব শেষ ৯ ফেব্রুয়ারি। ৫ মার্চ থেকে ৬ এপ্রিলের মধ্যে ফের বসবে অধিবেশন।

তিন তালাক বিল ছাড়াও কেন্দ্র সম্ভবত ওবিসি বিলও বাজেট অধিবেশনে পাশ করানোর চেষ্টা করতে পারে। এর ফলে ওবিসি কমিশনকে সাংবিধানিক বৈধতা দেওয়া হবে।