নয়াদিল্লি: বিজেপি সভাপতি অমিত শাহর ছেলের ব্যবসার ফুলেফেঁপে ওঠার অভিযোগ নিয়ে ফের সরব হলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী। তিনি বলেছেন, সরকারের অভিমুখ ‘বেটি বাঁচাও থেকে বেটা বাঁচাও-তে বদলে গিয়েছে’।
অমিত শাহর পুত্র জয় শাহর সমর্থনে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী এগিয়ে আসার পর রাহুল এই মন্তব্য করেছেন।
রাহুলের ট্যুইট, ‘বিস্ময়কর বদল বেটি বাঁচাও থেকে বেটা বাঁচাও’। রাহুল তাঁর ট্যুইটে অমিত শাহর পুত্রকে বোঝাতে ‘শাহজাদা’ শব্দ ব্যবহার করেছেন। ট্যুইটে রাহুল জয় শাহর সমর্থনে কেন্দ্রীয় মন্ত্রী পিযুস গোয়েলের এগিয়ে আসা সংক্রান্ত একটি খবরও পোস্ট করেছেন।





গতকাল সংবাদমাধ্যমে জয় শাহর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে প্রধানমন্ত্রীকে বলতে হবে বলে দাবি জানিয়েছিলেন কংগ্রেস সহ সভাপতি। প্রশ্ন তুলেছিলেন, ‘মোদী চৌকিদার, না ভাগীদার’।
উল্লেখ্য, সংবাদমাধ্যমে অমিত শাহর ছেলের ব্যবসায়িক শ্রীবৃদ্ধি নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকে বিজেপিকে নিশানা করেছে কংগ্রেস। দলের বিভিন্ন নেতা সারা দেশেই সাংবাদিক বৈঠক করে জয় শাহর ব্যবসা সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলছেন।
বিজেপি অবশ্য প্রথম দিন থেকেই জয় শাহর বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্য, অবমাননাকর ও কুত্সা বলে খারিজ করে দিয়েছে। কংগ্রেস অমিত শাহকে বিজেপি সভাপতির পদ থেকে সরিয়ে দিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতিকে গিয়ে তদন্ত করার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে।