নয়াদিল্লি: বছরের শুরুতেই মধ্যবিত্তের সঞ্চয়ে কোপ! স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার কমানোর পথে হাঁটল কেন্দ্র।

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, পাবলিক  প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (এনএসসি) সহ বিভিন্ন স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হার ২০ বেসিস পয়েন্ট বা ০.২ শতাংশ কমানো হয়েছে।

এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে এই ঘোষণা করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, পিপিএফ, এনএসসি, কিষাণ বিকাশ পত্র (কেভিপি),সুকন্যা সমৃদ্ধি প্রকল্পে সুদের হার কমানো হচ্ছে।

নির্দেশিকা অনুযায়ী, নতুন হার জানুয়ারি-মার্চ ত্রৈমাসিক থেকে কার্যকর হবে। সেখানে এনএসসি ও পিপিএফে সুদের হার হয়েছে ৭.৬ শতাংশ।

এছাড়া, ১১ মাসে ম্যাচিওর করা কিষাণ বিকাশ পত্র (কেভিপি) সুদের হার কমে হচ্ছে ৭.৩ শতাংশ। সুকন্যা সমৃদ্ধি প্রকল্পে সুদের হার কমে দাঁড়াল ৮.১ শতাংশ।

এর পাশাপাশি, টার্ম ডিপোজিট ও রেকারিং ডিপোজিটের ক্ষেত্রেও সুদের হার কমানো হয়েছে। যেমন টার্ম ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার ৬.৬-৭.৪ এর মধ্যে থাকবে। যা ত্রৈমাসিক ভিত্তিতে দেওয়া হবে। পাঁচ বছরের রেকারিং ডিপোজিটের সুদের হার হল ৬.৯ শতাংশ।

অন্যদিকে, সুদের হারে পরিবর্তন করা হয়নি পাঁচটি সিনিয়র সিটিজেন্স জমা প্রকল্পে। এক্ষেত্রে বিনিয়োগের ওপর সুদের হার ৮.৩ শতাংশেই রাখা হয়েছে।