নয়াদিল্লি: নোট বাতিলের জেরে গড় অভ্যন্তরীণ উত্পাদন (জিডিপি)-র গত দু বছর সময়ে সবচেয়ে নিচে নেমে এসেছে। এই বিষয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী। আর্থিক উন্নতির এই অবনতির জন্য সরকারের সমালোচনা করে রাহুল বলেছেন, এই ব্যর্থতার দিক থেকে নজর সরিয়ে দেওয়ার জন্য নানান ধরনের ইস্যু তৈরি করা হচ্ছে। রাহুলের ট্যুইট, জিডিপি-র হারের পতন, বেকারত্বের হার বৃদ্ধির মতো গুরুতর ব্যর্থতা ঢাকতে অন্য ইস্যুগুলি ঢাল করছে সরকার। চতুর্থ ত্রৈমাসিকে জিডিপির হার কমে হয়েছে ৬.১ শতাংশ।এরফলে এক ধাক্কায় বিশ্বের দ্রুততম আর্থিক বৃদ্ধির দেশের তকমা হারিয়েছে ভারত। রাহুল তাঁর ট্যুইটার পেজে এ সংক্রান্ত সংবাদ ট্যাগ করে বিজেপি সরকারকে তোপ দেগেছেন। উল্লেখ্য, নোট বাতিলের সিদ্ধান্তকে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ‘আইনিস্বীকৃত লুঠ’ ও ‘পর্বতপ্রমাণ ব্যর্থতা’ বলে মন্তব্য করেছিলেন। জিডিপি-র হার ২ শতাংশ কম হবে বলে পূর্বাভাস দিয়েছিলেন। পরে প্রাক্তন অর্থমন্ত্রীও নোটবাতিলের ফলে জিডিপি-র হার কমবে বলে মন্তব্য করেছিলেন।