রায়পুর: ভারতের বর্তমান শাসক কারও কাছে দেশের মাথা নত হতে দেবে না। নাম না করে পাকিস্তানকে ফের নিশানা করলেন রাজনাথ সিংহ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এক প্রতিবেশী রা।ষ্ট্র বারংবার সন্ত্রাসবাদ ও সন্ত্রাসমূলক কার্যকলাপে মদত দিয়ে ভারতের ক্ষতি করতে চাইছে। হয়ত ওরা বুঝতে পারছে না যে সন্ত্রাসবাদ বীরদের নয়, কাপুরুষদের হাতিয়ার।

শনিবার ষোড়শ ছত্তিশগড় রাজ্যোৎসবের সূচনা করতে গিয়েছিলেন রাজনাথ। সেখানেই তিনি বলেন, ওরা কেমন কাপুরুষের মত আমাদের জওয়ানদের ওপর হামলা করেছে, তা সকলেই দেখছে। কিন্তু, আমাদের জওয়ানরা বীরের মত সামলাচ্ছে। তিনি আশ্বস্ত করেন, কারও সামনে দেশের মাথা নত হতে দেবে না এই সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, ভারত দুর্বার গতিতে এগিয়ে চলছে। বর্তমানে বিশ্বের মধ্যে সবচেয়ে জোরালো আর্থিক বৃদ্ধির হার ভারতের। তাই তাকে বেসামাল করতে উদ্যত হয়ে উঠেছে প্রতিবেশী রাষ্ট্র।  কারণ, তারা হিংসায় জ্বলছে। তারা ভারতকে দুর্বল করতে চাইছে। কিন্তু, কারও ক্ষমতা নেই ভারতকে দুর্বল করার।

রাজনাথ আশ্বাস দেন, মাওদমন অভিযানে ছত্তিশগড় প্রশাসনকে যথাসম্ভব সাহায্য করবে কেন্দ্র। তিনি বলেন, ছত্তিশগড়ে উন্নয়ন দ্রুত গতিতে হচ্ছে। মাওবাদ-সমস্যা সাফল্যের সঙ্গেই সামলাচ্ছে রাজ্য প্রশাসন। রাজনাথ যোগ করেন, সমাজের মূলস্রোতে ফেরার জন্য তিনি মাওবাদীদের আহ্বান করেছেন। তারা সেই ডাকে সাড়া দিলে, রাজ্যের উন্নতি আরও জোরদার হবে।