মুম্বই: কর্ণাটকের হুবলিতে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর বিমান বিভ্রাটের ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। কোনও ত্রুটি পাওয়া গেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আজ এমনই জানালেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী সুরেশ প্রভু। তিনি বলেছেন, ‘আমি এই ঘটনার কথা জানতে পেরেই ডিজিসিএ-কে বিস্তারিত তদন্ত করে বিভ্রাটের কারণ খুঁজে বার করার নির্দেশ দিয়েছি। যদি বিমান বিভ্রাটের জন্য কোনও ত্রুটি থাকে এবং কেউ দায়ী হন, তাহলে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব।’
গতকাল দিল্লি থেকে হুবলি যাচ্ছিলেন রাহুল। অবতরণের আগে বিভ্রাটের মুখে পড়ে বিমানটি। কংগ্রেস এই ঘটনার তদন্তের দাবি জানায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিন সফরে যাওয়ার আগে এ বিষয়ে রাহুলের সঙ্গে কথা বলেছেন বলে জানা গিয়েছে। ডিজিসিএ-র এক আধিকারিক জানিয়েছেন, বিমানটিতে প্রযুক্তিগত সমস্যা হয়েছিল। তার ফলেই অবতরণে সমস্যা হচ্ছিল।
রাহুলের বিমান বিভ্রাটের তদন্তের নির্দেশ দিয়েছে সরকার, জানালেন সুরেশ প্রভু
Web Desk, ABP Ananda
Updated at:
27 Apr 2018 08:56 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -