কার নিকোবর ও পোর্ট ব্লেয়ার : আন্দামান নিকোবরে সমুদ্র ক্ষয় রোধে দেওয়াল নির্মাণ করা হবে বলে ঘোষণা করলেন নরেন্দ্র মোদী। ২০০৪ এর বিধ্বংসী সুনামি বিপর্যয়ের প্রভাব  কাটিয়ে  ওঠার জন্য স্থানীয় জনগণকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। এব্যাপারে সেখানকার যৌথ পরিবার প্রথার প্রশংসা করেন তিনি। বলেন, এজন্য দেশের বাকি অংশের মানুষের কাছে উদাহরণ  হতে পারেন তাঁরা। আন্দামান নিকোবরের মানুষের নিরাপত্তা কেন্দ্রের অন্যতম অগ্রাধিকার বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখানকার জনসাধারণ বহুদিন ধরেই সমুদ্র ক্ষয়ের সমস্যার সমাধান চাইছেন। আমি জানাতে পেরে খুশি যে, সরকার সমস্যা মোকাবিলায় সমুদ্রে দেওয়াল বসানোর সিদ্ধান্ত  নিয়েছে। এর ভিত্তিপ্রস্তর বসল আজ। পুরোদমে এর কাজ চলবে। খরচ ধরা হয়েছে আনুমানিক ৫০ কোটি টাকা। তাঁর সরকার স্থানীয় কৃষকদের জন্য কী কী করেছে, জানিয়ে তিনি বলেন, নারকেল ছোবড়ার ন্যূনতম সহায়ক মূল্য ক্যুইন্টাল পিছু ৭০০০ থেকে বাড়িয়ে ৯০০০ টাকা করা হয়েছে। পরিবেশ রক্ষায় সৌরশক্তির ব্যবহারের গুরুত্বের ওপর জোর দেন মোদি। বলেন, দেশে সবুজ শক্তির ব্যবহারে আমরা দায়বদ্ধ। কার নিকোবরের পরিবেশ রক্ষার পাশাপাশি সৌর বিদ্যুতের মাধ্যমে তার বিদ্যুতের ব্যবস্থা করার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। আজ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এসে প্রথমেই আদিবাসীদের সঙ্গে দেখা করেন মোদি। এরপর বিজেআর স্টেডিয়ামে বক্তৃতা দেন তিনি। কার নিকোবরে ২০০৪ সালে সুনামিতে মৃত ব্যক্তিদের এদিন শ্রদ্ধা জানান তিনি। মোদি আরও বলেন, দেশের সমস্ত প্রান্তে যাতে সমানভাবে উন্নয়ন হয়, সেই চেষ্টাই করছে কেন্দ্র। আন্দামান নিকোবরের অধিবাসীদের সঙ্গে সঙ্গে কর্মসংস্থান, শিশুশিক্ষা, বয়স্কদের চিকিৎসার সুবিধা ও কৃষকদের সুযোগ সুবিধা নিয়েও কাজ করছে কেন্দ্র।