নয়াদিল্লি: দেশের বিভিন্ন রাজ্যে কৃষকদের অসন্তোষ কপালে ভাঁজ ফেলেছে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের কপালে। এই অবস্থায় কৃষকদের মন জয়ের চেষ্টা করছে সরকার। সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণেও উঠে এলে কৃষকদের সমস্যার সমাধানের কথা। বাজেট অধিবেশনের প্রথম দিনে সংসদের দুই কক্ষের সদস্যদের সামনে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২০২২-এর মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, কৃষকদের সমস্যার সমাধান ও ২০২২-এর মধ্যে আয় দ্বিগুণ করে তাঁদের জীবনের মান উন্নত করাই সরকারের অগ্রাধিকার। সরকারের সমস্ত কৃষি সংক্রান্ত প্রকল্পগুলির এটাই লক্ষ্য।
কোবিন্দ বলেছেন, ই-ন্যামের মতো অনলাইন কৃষি বিপনন ব্যবস্থায় উত্সাহ দিচ্ছে। সরকার ফসল তোলা সংক্রান্ত পরিকাঠামো গড়ে তুলছে এবং দুগ্ধ উত্পাদনের মতো পরিপূরক কার্যাবলিকে উত্সাহিত করছে। তিনি বলেছেন, কৃষকদের দুঃখদুর্দশা দূর করার পাশাপাশি কৃষি কাজের খরচ কমানোই সরকারি প্রকল্পগুলির লক্ষ্য।
কৃষি ক্ষেত্রের উন্নয়নে এনডিএ সরকারের গৃহীত ব্যবস্থাগুলির কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেছেন, কৃষকরা যাতে তাঁদের উত্পাদিত ফসলের সঠিক দাম পান সেজন্য কৃষি-মান্ডিগুলিতে অনলাইনে সংযুক্ত করা হচ্ছে। এখনও পর্যন্ত ৩৬,০০০ কোটি টাকার কৃষিজাত পণ্যের ব্যবসা ই-ন্যাম পোর্টালে হয়েছে।
কোবিন্দ বলেন, কৃষিজমিতে জলসেচের বন্দোবস্ত করতে দীর্ঘ কয়েক দশক ধরে আটকে থাকা জলসেচ প্রকল্পগুলি সম্পূর্ণ করার কাজ চলছে।
তিনি বলেছেন, বাজারে পৌঁছনোর আগে কৃষিপণ্যে ক্ষতির সম্ভাবনা এড়াতে এবং সেগুলি সুরক্ষিতভাবে মজুত করতে প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনা চালু করা হয়েছে। কৃষি ক্ষেত্রের সরবরাহ ও পরিকাঠামোর আধুনিকীকরণ এই প্রকল্পের মাধ্যমে করা হচ্ছে।
কৃষকদের আয় ২০২২-র মধ্যে দ্বিগুণ করাই সরকারের অগ্রাধিকার: রাষ্ট্রপতি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Jan 2018 07:00 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -