নয়াদিল্লি: তিনি রেলওয়ের দায়িত্ব নেওয়ার পর তিন তিনবার লাইনচ্যুত হয়েছে ট্রেন। কাজের মানুষ হিসেবে পরিচিত পীযূষ গয়াল বিলম্ব না করে দ্রুত ব্যবস্থা নিলেন। পুরনো রেললাইনগুলি যত তাড়াতাড়ি সম্ভব বদলে ফেলার নির্দেশ দিয়েছেন তিনি।
রেলমন্ত্রী রেলওয়ে বোর্ডকে নির্দেশ দিয়েছেন, নতুন রেললাইন পাতার কাজ আপাতত বন্ধ রেখে সেই রেল লাইন পুরনো লাইনের বদলে পাততে, বিশেষ করে যে সব জায়গায় লাইন বদলানো আশু প্রয়োজন। যে সব রেললাইন পাতার কাজ এখনও শেষ হয়নি, তা দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি। একইভাবে বলেছেন ১ বছরের মধ্যে প্রহরীহীন লেভেল ক্রসিংয়ের সংখ্যা শূন্যে নিয়ে যেতে হবে।
তবে প্রাথমিক দায়িত্ব অবশ্যই পুরনো লাইন বদলানো। এই কাজ সবথেকে বেশি গুরুত্ব দিয়ে করার নির্দেশ দিয়েছেন তিনি। বলেছেন, বিরাটভাবে এই কর্মযজ্ঞ শুরু হোক, দেখা হোক, পুরো কাজ যাতে সময়ের মধ্যে শেষ করা যায়।
রেলগাড়ির ইঞ্জিনে অ্যান্টি ফগ এলইডি আলো লাগানোরও নির্দেশ দিয়েছেন তিনি, যাতে শীতকালে ট্রেন চলাচলে কোনও সমস্যা না হয়।
পুরনো কোচগুলির বদলে আধুনিক এলবিএইচ বগি আনা হবে বলেও গয়াল জানিয়েছেন। মন্ত্রী বলেছেন, রেল নিরাপত্তাই তাঁর কাছে সর্বাধিক গুরুত্ব রাখে, এ ব্যাপারে কোনও আপস করা হবে না।
একের পর এক ট্রেন দুর্ঘটনার জেরে রেলমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন সুরেশ প্রভু। তাঁর জায়গায় এসেছেন পীযূষ গয়াল। এরপরেই গতকাল উত্তরপ্রদেশ, দিল্লি ও মহারাষ্ট্রে তিনটি ট্রেন লাইনচ্যুত হয়েছে।
পুরনো রেললাইন দ্রুত বদলে ফেলার নির্দেশ নয়া রেলমন্ত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Sep 2017 01:56 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -