নাতনীর ইভটিজিং: অভিযুক্তকে হাতেনাতে ধরে উত্তম মধ্যম ঠাকুমার
Web Desk, ABP Ananda | 24 Mar 2017 09:24 PM (IST)
মুম্বই: নাতনীর ইভটিজারকে হাতেনাতে ধরলেন ঠাকুমা। দক্ষিণ মুম্বইয়ের মেরিন লাইনসে ২১ মার্চের ঘটনা। নাতনী ক্লাস নাইনে পড়ে। সে স্কুল থেকে বাড়ি ফিরছিল। মহর্ষি কারভে রোডের ওপর তাকে উত্যক্ত করতে থাকে এক যুবক। প্রেম কুমার যাদব নামে অভিযুক্ত তার হাত ধরে টানাটানি করে, তাকে ছুরি দেখিয়ে হুমকিও দেয়। কোনওমতে তার হাত ছাড়িয়ে দৌড়ে বাড়িতে ঢুকে ঠাকুমাকে ঘটনাটি জানায় সে। ঠাকুমার বয়ল ৬৭। কিন্তু বয়সের ক কথা না ভেবে, বিপদের পরোয়া না করে তিনি সঙ্গে সঙ্গে ছুটে যান। প্রেম কুমারকে পাকড়াও করে উত্তম মধ্যম দেন। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে আসে আজাদ ময়দান থানার টহলদার বাহিনী। তারা হেফাজতে নেয় প্রেম কুমারকে। প্রেম কুমারের বিরুদ্ধে যৌন নিগ্রহ থেকে নাবালক রক্ষা আইনে (পকসো) মামলা রুজু করা হয়েছে, তাকে স্থানীয় আদালত বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে বলে জানিয়েছে পুলিশ।