নয়াদিল্লি: আসন্ন ইংল্যান্ড সিরিজে ভারতই ফেভারিট বলে মনে করছেন প্রাক্তন কোচ অনিল কুম্বলের। তাঁর মতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের ভালো সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার। কুম্বলে বলেছেন, ব্যাটিং ও বোলিং-উভয় বিভাগেই ভারত বেশ শক্তিশালী এবং খুব ভালো খেলছে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজি রিস্ট স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও মনে করছেন কুম্বলে।
কোহলিদের দলের প্রাক্তন কোচ বলেছেন, আমাদের দলটা খুবই ভালো, সমস্ত বিভাগই শক্তিশালী। বোলিং বিভাগে আমাদের রয়েছে অভিজ্ঞ বোলাররা। তাঁরা ধারাবাহিকভাবেই ২০ টি উইকেট নিতে সক্ষম। আর ব্যাটিং লাইনআপেও যথেষ্ট অভিজ্ঞরা রয়েছেন।
ভারতের বোলারদের নিয়ে আত্মবিশ্বাসী প্রাক্তন স্পিনার কুম্বলে। তিনি বলেছেন, ইংল্যান্ডের আবহাওয়া ভারতের পক্ষে সহায়ক হবে। তিনি বলেছেন, আমাদের দলে বিশ্বের সেরা স্পিনাররা রয়েছেন। আর গ্রীষ্মের দ্বিতীয় পর্বে ভারত সেখানে খেলবে, যা আমাদের সাহায্য করবে। তাই সিরিজ জয়ের একটা ভালো সম্ভাবনা রয়েছে। ডিউক বলে খেলাটা সমস্যার কিছু হবে না।
কুম্বলে বলেছেন, আমাদের প্লেয়ারদের অধিকাংশই গড়ে ৫০ টির কাছাকাছি টেস্ট খেলেছেন। আর তাঁদের এটাই প্রথম ইংল্যান্ড সফর নয়। এটা একটা বাড়তি সুবিধা।
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজি রিস্ট স্পিনাররা ভারতের পক্ষে গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন কুম্বলে। তিনি বলেছেন, ভারত সফর করবে ইংল্যান্ডের গ্রীষ্মের দ্বিতীয় পর্বে। উইকেট কিছুটা ভেঙে যাবে এবং এক্ষেত্রে রিস্ট স্পিনাররা প্রথম পর্বের তুলনায় বেশি সাহায্য পিচ থেকে পাবেন।