খুব শীঘ্র ট্রেনেই অর্ডার দেওয়া যাবে পিৎজা, বার্গার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Jun 2016 01:45 AM (IST)
নয়াদিল্লি: ট্রেনে যাতায়াত করতে পছন্দ করেন? কিন্তু ট্রেনের খাবার পছন্দ না? এবার তাহলে মেনুতে আনতেই পারেন পিৎজা, বার্গার। এবার থেকে ট্রেনে বসেই অর্ডার দেওয়া যাবে বার্গার, পিৎজা, ভারতীয় থালি। সঙ্গে সঙ্গে তা পৌঁছে যাবে কোচে। অনলাইনে ভারতীয় রেলওয়ের ওয়েবসাইটে খাবার অর্ডার দিতে পারবেন যাত্রীরা। প্রসঙ্গত, ডোমিনো’জ, কেএফসি, বার্গার কিং, সাবওয়ে ইতিমধ্যেই বিভিন্ন রেলস্টেশনে তাদের আউটলেট খোলার কথা চিন্তাভাবনা করছে। যতদ্রুত সম্ভব কাজ শুরুর পরিকল্পনা রয়েছে তাদের। সমস্ত ধরনের যাত্রীদের কথা ভেবে মেনুচার্টেও কিছু রদবদল আনবে তারা, এমনটাই জানা গিয়েছে। প্ল্যাটফর্মে থাকবেন ভেন্ডর বয়। ট্রেন ছাড়ার সময় তাড়াহুড়োয় খাবার কিনতে হলে তাঁরাই তা যাত্রীদের কাছে পৌঁছে দেবেন। ট্রেনযাত্রীদের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় স্টেশনে আউটলেট খোলার কথা ভাবছে প্রসিদ্ধ খাবার প্রস্তুতকারক সংস্থাগুলি। শীঘ্রই হাওড়া, আগরা, মুম্বই, পুনে, মাদুরাই, বিশাখাপত্তনমে আউটলেট খোলার পরিকল্পনা রয়েছে তাদের।