গাড়ি মুহূর্তে আগুনের গোলা, গ্রেটার নয়ডায় ইঞ্জিনিয়ারের মর্মান্তিক মৃত্যু
ABP Ananda, Web Desk | 25 Dec 2018 11:46 AM (IST)
গ্রেটার নয়ডা: নাইট ডিউটি করে ভোরে বাড়ি ফেরার সময় গাড়িতে আচমকা আগুন। মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেলেন জনৈক ইঞ্জিনিয়ার। গ্রেটার নয়ডার কাসনা থানা এলাকায় এই ঘটনা ঘটেছে। মৃতের নাম পবন, তিনি হিমাচল প্রদেশের চাম্বার বাসিন্দা। কাজ করতেন নয়ডার ব্রিজ গ্লোবাল কোম্পানিতে। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। জানা গিয়েছে, পবন থাকতেন নয়ডার কাসনা থানার কৈমিয়া স্টেট সোসাইটিতে। তাঁর নাইট ডিউটি চলছিল। কাজ শেষ করে ভোর সাড়ে পাঁচটা নাগাদ গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। তখন বাসস্থানের প্রায় আধ কিলোমিটার আগে গাড়িতে আগুন লেগে যায়। চালকের আসনে বসেই পুড়ে খাক হয়ে যান পবন, বার হওয়ার সুযোগটুকুও পাননি।